৩২ বলে সেঞ্চুরি করে যে রেকর্ডে নাম লেখালেন সূর্যবংশী
খেলা ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ২০:৩৯
মাত্র ১৪ বছর বয়সেই টি-টোয়েন্টি দুনিয়ায় আলো কেড়ে নিচ্ছেন বৈভব সূর্যবংশী। রাইজিং স্টারস এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঝড় তুললেন এমনভাবে, যা ভারতের ক্রিকেটেও বিরল কীর্তি। ওপেনিংয়ে নেমে মাত্র ৪২ বলে ১৪৪ রান, যেখানে ছক্কা হাঁকিয়েছেন ১৫টি!
বৈভবের সবচেয়ে বড় অর্জন—৩২ বলেই সেঞ্চুরি। যা ভারতের ছেলেদের ক্রিকেট ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। এর চেয়ে দ্রুত সেঞ্চুরি আছে মাত্র দুটো—সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অভিষেক শর্মা ও উর্বিল প্যাটেলের ২৮ বলে সেঞ্চুরি। এরপরই জায়গা করে নিলেন কিশোর প্রতিভা সূর্যবংশী।
২০১৮ সালে ঠিক ৩২ বলেই শতরান পূর্ণ করেছিলেন ঋষভ পন্ত। এবার তার পাশে এসে দাঁড়ালেন আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকানো বৈভব।
দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ভারত ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ২৯৭/৪। সূর্যবংশী ইনিংসের তৃতীয় বলেই মারেন চার, ষষ্ঠ বলেই ছক্কা—তারপর আর থামেননি। ১৭ বলে ফিফটি, পরের ১৫ বলেই শতক। হর্ষিত কৌশিকের এক ওভারে টানা চার ছক্কা মেরে আরও স্পষ্ট করে দেন তাঁর আগ্রাসন।
শেষ পর্যন্ত ১৩তম ওভারে ক্যাচ আউট হওয়ার সময় তার নামের পাশে ৪২ বলে ১৪৪ রান। যেখানে ১১ চারের সঙ্গে ছিল ১৫ ছক্কার মার। ১৪ বছর বয়সী এই কিশোরের ইনিংসেই ম্যাচের সুর তৈরি হয়। পাশেই ফিকে জিতেশ শর্মার ৮৩ রান, যা সাধারণ দিনে হতো ম্যাচসেরা।
এমআই