চমক রেখে অ্যাশেজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
খেলা ডেস্ক
০৫ নভেম্বর ২০২৫, ১৪:১৬
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার আলোচিত টেস্ট সিরিজ ‘অ্যাশেজ’ শুরু হতে যাচ্ছে আগামী ২১ নভেম্বর। পার্থে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে দলটিতে থাকছেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ।
অ্যাশেজকে ঘিরে অজি স্কোয়াডে থাকছে একাধিক চমক। দলটিতে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন জেক ওয়েদারল্ড ও ব্রেন্ডন ডগেট। দুজনেই শেফিল্ড শিল্ডে অসাধারণ ফর্মে আছেন। তবে প্রথম টেস্টের দলে নেই মিচেল মার্শ ও স্যাম কনস্টাস।
৩১ বছর বয়সী ওয়েদারল্ড চলতি মৌসুমে শেষ ছয় ইনিংসে তিনটি ফিফটি করেছেন, ব্যাটিং গড় ৪১.৩৩। গত মৌসুমে তিনিই ছিলেন শিল্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে ফাস্ট বোলার ডগেট ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে পেয়েছেন টেস্ট দলে জায়গা।

এদিকে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারকে একাদশে রাখা হবে কিনা তা নির্ভর করবে মাঠের অবস্থা ও ফিটনেসের ওপর। বোলিং আক্রমণে অভিজ্ঞতা ও ধার দুটোই আছে। থাকছেন জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও স্পিন বিভাগের নেতা নাথান লায়ন। রিজার্ভ বোলার হিসেবে রয়েছেন ব্রেন্ডন ডগেট ও শন অ্যাবট।
দল ঘোষণার পর প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, এই দলটি আমাদের জন্য দারুণ ভারসাম্যপূর্ণ। নির্বাচিত ১৪ জনই শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ডে খেলবে, ফলে প্রথম টেস্টের আগেই আমরা তাদের পারফরম্যান্স নিয়ে আরও ধারণা পাব।”
প্রথম অ্যাশেজ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার দল
স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারল্ড ও বিউ ওয়েবস্টার।
এমআই