ভারী বৃষ্টিতেও জামালদের অনুশীলন
খেলা ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ২০:২১
নভেম্বরের শুরুতে থাকে শীতের আবহ। জলবায়ু পরিবর্তনের ফলে এখনো রয়েছে গরমের তীব্রতা। আজ বিকেলে আকস্মিকভাবে শুরু হয় ভারী বৃষ্টি। নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে ১৪ জন ফুটবলার বৃষ্টির মধ্যেই করেন অনুশীলন।
বৃষ্টির সঙ্গে ক্রিকেটের চিরশত্রুতা। ফুটবলে অবশ্য বৃষ্টির সাথে বেশ সখ্যতা। তাতে বৃষ্টির মধ্যে জামাল ভূঁইয়াদের অনুশীলন করতে বেগ পেতে হয়নি। জাতীয় ফুটবলার হলেও বৃষ্টির মধ্যে অনুশীলনে অনেকে ফিরে গেছেন শৈশবের স্মৃতিতে। জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অনুপস্থিতিতে সহকারী কোচ হাসান আল মামুনই অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
অক্টোবর উইন্ডোতে বাংলাদেশ ফুটবল দলের এক অনুশীলন সেশন পণ্ড হয়েছিল বৃষ্টির জন্য। ওইদিন বৃষ্টির সঙ্গে বজ্রপাত ছিল। আজ বজ্রপাত না হওয়ায় অনুশীলন চালিয়ে গেছে ফুটবল দল। যদিও এই বৃষ্টিতে ভিজলে জ্বর-ঠান্ডায় ভোগার সম্ভাবনা থাকে।
নভেম্বর বাংলাদেশ পুরুষ ফুটবল দল দুইটি ম্যাচ খেলবে। ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ। এরপর ১৮ নভেম্বর একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে হোম ম্যাচ। ভারতের বিপক্ষে ম্যাচটি দিয়ের ২০২৫ সালের ইতি টানবে জামাল-হামজারা।
এমআই