Advertisement
Us Bangla Airlines
কেন গোলাপি জার্সি পরে খেলছে পাকিস্তান?

কেন গোলাপি জার্সি পরে খেলছে পাকিস্তান?

খেলা ডেস্ক

২৮ অক্টোবর ২০২৫, ২১:৩৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে মাঠে নেমে বিভ্রান্তি ছড়িয়েছে পাকিস্তান দল। হালকা সবুজের পরিচিত জার্সি ছেড়ে এবার তারা খেলছে গোলাপি পোশাকে। প্রথম দেখায় মনে হতে পারে নতুন কোনো ডিজাইনের জার্সি—কিন্তু এর পেছনে আছে এক মহৎ উদ্দেশ্য।

স্তন ক্যানসারের সচেতনতা বাড়াতে ‘পিঙ্ক রিবন’ ক্যাম্পেইনের অংশ হিসেবে গোলাপি জার্সি পরে খেলছে পাকিস্তান। এ ধরনের উদ্যোগের সঙ্গে আগেও যুক্ত ছিল দক্ষিণ আফ্রিকা দল, যারা নিয়মিতই এই প্রচারণায় অংশ নেয়। এবার সেই প্রোটিয়াদের বিপক্ষেই পাকিস্তানও যোগ দিয়েছে একই প্রচেষ্টায়।

প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক সালমান আলি আঘা টস জিতে নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে টনি ডি জরজির। শুধু খেলোয়াড়রা নয়—পাকিস্তানের কোচ, সহকারী স্টাফ এমনকি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও পরেছেন গোলাপি ফিতা।

তবে প্রথম ম্যাচের জন্য কেবল গোলাপি জার্সি পরবেন বাবররা। দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে তারা ফিরবেন ঐতিহ্যবাহী সবুজ জার্সিতে। টেস্ট সিরিজ ১-১ ড্র করার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। এই সিরিজ শেষে তিন ওয়ানডের লড়াইয়েও দেখা যাবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বিতা।

এর আগে গোলাপি জার্সি পরা নিয়ে পিসিবির প্রধান নির্বাহী সুমাইর আহমেদ সৈয়দ এক বিবৃতিতে বলেন, ক্রিকেটের জনপ্রিয়তা ও প্রভাবকে কাজে লাগিয়ে আমরা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চাই। পিংক রিবন ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে স্তন ক্যান্সারের ঝুঁকি ও প্রাথমিক শনাক্তকরণে সচেতন করাই আমাদের লক্ষ্য। যা অনেক প্রাণ বাঁচাতে পারে।

তিনি আরও জানান, এই উদ্যোগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামাজিক দায়বদ্ধতারই অংশ। উভয় দল, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচারকর্মী ও সমর্থকদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

এমআই