দ্বিতীয়বার এত কম ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ
খেলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ২২:১১
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে কাছাকাছি অবস্থানে। র্যাঙ্কিং কিংবা মুখোমুখি দেখায় উভয়ই প্রায় কাছাকাছি। তবে চট্টগ্রামে বাংলাদেশকে ১৬ রানে হারিয়ে ব্যবধানটা আরেকটু বাড়িয়ে নিল ক্যারিবিয়ানরা। রানের হিসাবে টাইগারদের বিপক্ষে এটাই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বনিম্ন জয়।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৩ রানে জয় পেয়েছিল শাই হোপের দল। সেবার বাংলাদেশের জেতা ম্যাচটাই কেড়ে নিয়েছিল ক্যারিবিয়ানরা। তবে এবার দৃশ্যপট ভিন্ন। এক সময়ে মনে হচ্ছিল বড় ব্যবধানেই হারবে বাংলাদেশ। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ব্যবধান কমিয়ে আনল টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ রানে পরাজয়ের ঘটনা আছে বাংলাদেশের। ২০১২ সালে সেই পরাজয়ই এতদিন দ্বিতীয় সর্বনিম্ন হার হিসেবে বিবেচিত ছিল। এবার সেই ব্যবধানটা আরও কমিয়ে বাংলাদেশকে ১৬ রানে হারাল ক্যারিবিয়ানরা। চট্টগ্রামে প্রথমবার খেলতে নেমেই জয় তুলে নিয়েছে ড্যারেন সামির দল।
এদিন টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে লিটন দাসের দল গুটিয়ে যায় ১৯ ওভার ৪ বলে ১৪৯ রানে। ফলে ১৬ রানে পরাজয়ের স্বাদ পায় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন শাই হোপ। তাকে দারুণ সঙ্গ দেন রভম্যান পাওয়েল, যিনি ৪৪ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের বোলাররা প্রথম দিকে নিয়ন্ত্রিত বোলিং করলেও মধ্য ও শেষ ওভারে ছন্দ হারায়। পাওয়ার প্লেতে কোনো উইকেট না ফেললেও ক্যারিবীয় ব্যাটাররা মাত্র ৩৫ রান তুলেছিল। তবে পরে রানরেট বাড়িয়ে নেয় তারা। বাংলাদেশের হয়ে উইকেট পেয়েছেন রিশাদ হোসেন (১/৩৪) ও তাসকিন আহমেদ (২ উইকেট)।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিলেন তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভারেই ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক ইঙ্গিত দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি—৫ বলে ১৫ রানে ফিরতে হয় তাকে। অন্য ওপেনার সাইফ হাসানও সুবিধা করতে পারেননি (৭ বলে ৮)।
অধিনায়ক লিটন দাসও হতাশ করেছেন—৮ বল খেলে করেছেন মাত্র ৫ রান। এরপর দ্রুত বিদায় নেন শামিম হোসেন ও নুরুল হাসান সোহান; ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন তাওহিদ হৃদয় ও তানজিম সাকিব। হৃদয় ২৫ বলে ২৮ রান, সাকিব ২৭ বলে ৩৩ রানে দলকে কিছুটা আশার আলো দেখান।
ইনিংসের শেষ দিকে নাসুম আহমেদ করেন দ্রুত ১৩ বলে ২০ রান, তবে হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। ম্যাচের সেরা হয়েছেন শাই হোপ, তার অপরাজিত ৪৬ রানে ভর করে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন তারা।
এমআই