Advertisement
Us Bangla Airlines
ম্যাচ চলাকালে মাটিতে লুটিয়ে পড়লেন বরিশালের ক্রিকেটার

ম্যাচ চলাকালে মাটিতে লুটিয়ে পড়লেন বরিশালের ক্রিকেটার

খেলা ডেস্ক

২৫ অক্টোবর ২০২৫, ১৪:২৭

জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরের প্রথম দিনেই অঘটন। খুলনায় বরিশাল বিভাগের ম্যাচে মাঠেই অসুস্থ হয়ে পড়লেন বরিশালের অভিজ্ঞ ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। প্রথম সেশনের খেলা তখন চলছে। ১৯তম ওভারের পর হঠাৎ বাউন্ডারি লাইনে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তেই মাঠে ছুটে যান সতীর্থ ও প্রতিপক্ষ খেলোয়াড়রা।

খুলনার ব্যাটার সৌম্য সরকারও রাব্বির সাহায্যে দ্রুত এগিয়ে আসেন। পরে স্ট্রেচারে করে ফজলেকে অ্যাম্বুলেন্সে তোলা হলেও আপাতত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। বরং কিছুটা স্বস্তি অনুভব করায় ড্রেসিংরুমে বিশ্রাম নিয়েছেন।

শনিবার দেশের তিন বিভাগীয় শহরের চার ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় লিগের এবারের আসর। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নেয় বরিশাল বিভাগ। গরম আর তীব্র আর্দ্র আবহাওয়ায় ফিল্ডিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন ফজলে মাহমুদ।

ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান বলেন, “আমরা নিচে গিয়েছিলাম। সামনে আদ-দ্বীন হাসপাতাল ছিল, সেখানে যেতে বলেছিলাম। কিন্তু সে বলল, ‘একটু ভালো ফিল করছি।’ পরে ড্রেসিংরুমে গিয়ে জানায়— চোখে দেখতে পাচ্ছিল না, শরীর অবশ হয়ে গিয়েছিল।”

তিনি আরও বলেন, “অ্যাম্বুলেন্স এসে নিয়েছিল, কিন্তু ড্রেসিংরুমে ফেরার পরই কিছুটা স্বস্তি বোধ করে। আমরা পরামর্শ দিয়েছি হাসপাতালে যেতে, আপাতত সে ভালো আছে। সময়মতো আপডেট জানাব।”

ড্রেসিংরুমে ফিরলেও ফজলে মাহমুদ ম্যাচে আর ফিরতে পারবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নয়। ম্যাচ রেফারির ভাষ্য, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এমআই