
বাংলাদেশ থেকে পাকিস্তানকে শিখতে বললেন কামরান আকমল
খেলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮
টি-টোয়েন্টিতে রান তাড়ায় বেশ দুর্বল বাংলাদেশ দল। গেল চার বছরে ১৬০ রানের বেশি ১৬ বার তাড়া করেছে লিটনরা, এর মধ্যে জয় মিলেছে কেবল দুইবার। সবশেষ গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬০ রানের বেশি তাড়া করেছে জয় পেয়েছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের এমন জয়ে মুগ্ধ বিশ্বের নানান ক্রিকেট বিশ্লেষকেরা।
লিটনদের এমন জয়ে নিজের দেশকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করে বসেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলার প্রশংসাও ঝরেছে তাঁর মুখে। পাশাপাশি বাংলাদেশ থেকে পাকিস্তানকে শেখারও পরামর্শ দিয়েছেন তিনি।
কামরান আকমল বলেছেন, ‘এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করা সহজ কাজ নয়। এটি বাংলাদেশ দলের জন্য একটি চমৎকার অর্জন। পুরো দল, অধিনায়ক ও ম্যানেজমেন্টকে তাদের দুর্দান্ত গেম প্ল্যান এবং চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন। বাংলাদেশ দারুণ খেলেছে, দারুণ পরিকল্পনা ছিল।’
ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে পাকিস্তানকে বাংলাদেশের খেলার ধরন দেখে শেখার পরামর্শ দিয়েছেন কামরান, ‘পাকিস্তান দল কি তাদের সর্বশেষ হার থেকে কিছু শিখেছে? তারা কি ভেবেছে যে বাংলাদেশ কীভাবে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে? বাংলাদেশ শুধু কন্ডিশন নয়; বরং গেম অ্যাওয়ারনেস ও পরিকল্পনা দিয়ে জিতেছে।’
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘বাংলাদেশ একটি ভালো প্লেয়িং একাদশ তৈরি করেছে। তারা মেহেদী হাসানকে খেলিয়ে বোলিংকে শক্তিশালী করেছে। পাকিস্তান দলকেও ভাবতে হবে। ভারত বিশ্বের এক নম্বর দল; আপনাকে আপনার ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য রাখতে হবে। আপনি মাত্র তিনজন বোলার নিয়ে খেলতে পারবেন না।’
টসে জিতলে ভারতের বিপক্ষে পাকিস্তানের আগে বোলিং করা উচিত বলে মনে করেন কামরান। তিনি বলেছেন, ‘অভিষেক শর্মাকে প্রথম বা দ্বিতীয় ওভারে আউট করতে হবে। নইলে বড় একটা সেঞ্চুরি দেখতে হবে। টসে জিতে কী করতে হবে—এসবই বিবেচনা করতে হবে। রান তাড়ায় ভালো দিক হচ্ছে, শিশির একটি ফ্যাক্টর হয়ে ওঠে।’
এমআই