
বাংলাদেশকে আটকাতে যে পরিকল্পনা করছে শ্রীলঙ্কা
খেলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪
এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হচ্ছে আজ। যদিও ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে সুপার ফোরের লাইনআপ। যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান জায়গা করে নিয়েছে। আগামীকাল (২০ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
ম্যাচের আগের দিন আজ (১৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে আসেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলানা কান্দাম্বি। বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সময়ে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে লঙ্কানদের, সেটিই কাজে লাগাতে চান বলে জানান তিনি।
শ্রীলঙ্কার ব্যাটিং কোচ বলেন, ‘অবশ্যই, আমরা বাংলাদেশের সঙ্গে প্রায়ই খেলেছি। গত তিন-চার মাসে চার-পাঁচটা ম্যাচ হয়েছে। তাদের শক্তি ও দুর্বলতা আমরা জানি। আমার বিশ্বাস, আমাদের ছেলেরা মাঠে একটা ভালো লড়াই দেবে।’
বাংলাদেশকে সমীহ করলেও আত্মবিশ্বাসী লঙ্কান শিবির। কোচ থিলানা বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল এবং গত কয়েক মাস ধরে তারা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। আমাদের ছেলেরা তাদের ভালোভাবে চেনে এবং আমরা তাদের শক্তি-দুর্বলতার ব্যাপারে জানি। আমরা সেটারই সদ্ব্যবহার করার চেষ্টা করব।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের পরিকল্পনা পরিষ্কার—শক্তির জায়গাগুলোতে আঘাত করা এবং নিজেদের পরিকল্পনা ঠিকভাবে কার্যকর করা। যদি সেটা করতে পারি, আমি নিশ্চিত আমরা জিততে পারব।’
এমআই