
৫ ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, সূচি ঘোষণা
খেলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড জাতীয় দল। দুই টেস্ট, তিন টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে আইরিশরা। চলতি বছরের আন্তর্জাতিক সূচির শেষভাগে গুরুত্বপূর্ণ এই সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে ১৯ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুরুতে আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ খেলতে চাইলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে টেস্ট সিরিজেই সম্মত হয়েছে দুই বোর্ড।
টেস্ট সিরিজ শেষেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ নভেম্বর, ঢাকায়। তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর, একই ভেন্যুতে।
নতুন সূচি অনুযায়ী, বছরের শেষদিকে বাংলাদেশে আরও একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সেই সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর এবং চলবে ১ নভেম্বর পর্যন্ত।
আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারিতে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। এই সময়ের মধ্যে আয়োজন হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি
ম্যাচ ধরন | ম্যাচ নম্বর | তারিখ | ভেন্যু |
---|---|---|---|
টেস্ট সিরিজ | ১ম টেস্ট | ১১-১৫ নভেম্বর | মিরপুর |
২য় টেস্ট | ১৯-২৩ নভেম্বর | সিলেট | |
টি-টোয়েন্টি সিরিজ | ১ম টি-টোয়েন্টি | ২৭ নভেম্বর | মিরপুর |
২য় টি-টোয়েন্টি | ২৯ নভেম্বর | মিরপুর | |
৩য় টি-টোয়েন্টি | ২ ডিসেম্বর | মিরপুর |
এমআই