Advertisement
Us Bangla Airlines
নেদারল্যান্ডস সিরিজের টিকিট বিক্রি শুরু, কোথায়-কীভাবে পাবেন?

নেদারল্যান্ডস সিরিজের টিকিট বিক্রি শুরু, কোথায়-কীভাবে পাবেন?

খেলা ডেস্ক

২৬ আগস্ট ২০২৫, ১৮:৪০

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। নতুন সিরিজেও অনলাইনে সব টিকিট বিক্রি করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিকমাধ্যমে আসন্ন সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ১৫০ টাকা খরচ করেই মাঠে বসে বাংলাদেশের ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকেরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সিরিজের সর্বোচ্চ টিকিট মূল্য ২০০০ টাকা।

বিসিবি সূত্রে জানা যায়, সিলেটের শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকা থেকে সবচেয়ে কম টাকা খরচ করে খেলা দেখতে পারবেন দর্শকরা। এই দুই স্ট্যান্ড থেকে খেলা দেখতে খরচ হবে ১৫০ টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ২৫০ টাকা।

বাংলাদেশের বিপক্ষে নামার আগেই ডাচ স্কোয়াডে তিন পরিবর্তন!

ক্লাব হাউস (ব্লক এ১-ই১) থেকে খেলা দেখতে চাইলে দর্শককে খরচ করতে হবে ৫০০ টাকা। এর বাইরে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার এই তিন জায়গা থেকে খেলা দেখতে চাইলে টিকিটিপ্রতি ২০০০ টাকা খরচ করতে হবে।

প্রতিটি ম্যাচের টিকিটই বিসিবির ওয়েবসাইট থেকে ঘরে সংগ্রহ করতে পারবেন দর্শকেরা। এছাড়া বিসিবির অ্যাপ থেকেও এই টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকেরা। আগামী ৩০ আগস্ট সিলেটে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর খেলতে নামবে বাংলাদেশ।

এমআই