Advertisement
Us Bangla Airlines
ইনজুরি কাটিয়ে কবে মাঠে ফিরবেন সাইফউদ্দিন

ইনজুরি কাটিয়ে কবে মাঠে ফিরবেন সাইফউদ্দিন

খেলা ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:২৬

টাইগার অলরাউন্ডার সাইফউদ্দিনের সাথে ইনজুরির সখ্যতা যেন একটু বেশি। ২২ গজে ফেরার কিছুদিন পরেই যেন নিয়ম করে ইনজুরির অভিশাপে ভুগেন তিনি। সবশেষ গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে রংপুরের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাতে প্রথম আসরেই শিরোপা জেতা দলটির হয়ে মাত্র এক ম্যাচ খেলতে পেরেছিলেন এ অলরাউন্ডার। 

ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই পুনর্বাসন প্রক্রিয়ায় ব্যস্ত হয়ে পড়েছেন ফেনীর ছেলে। ব্যাক সাইডের সেই ইনজুরির জন্য নিয়মিত করছেন অনুশীলন। ফিটনেস থেকে শুরু করে রানিং মিরপুরের একাডেমি মাঠে নিয়মিত দেখা যায় সাইফউদ্দিনকে। মূলত রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। ট্রেনার হিসেবে ইফতেখার ইফতির সঙ্গে কাজ করছেন সাইফউদ্দিন। 

তবে আশার কথা, বর্তমানে পুরোপুরি ফিট টাইগার এই অলারাউন্ডার। সবকিছু ঠিক থাকলেই বিপিএল দিয়ে আবারো মাঠের ক্রিকেটে ফিরবেন সাইফউদ্দিন।

সাইফউদ্দিনের মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ট্রেনার ইফতি। তিনি বলছিলেন, ‘সাইফউদ্দিন এখন ভালো আছে। ফেরার লড়াইয়ে নিজেকে প্রস্তুত রাখছে। আশা করছি বিপিএলের শুরু থেকেই ও থাকবে। পুরোপুরি রিদমেই পাওয়া যাবে তাকে। বোলিং বলেন বা ব্যাটিং বলেন।’ 

উল্লেখ্য, বিপিএলে গতবার বরিশালের হয়ে মাঠ মাতালেও এবার খেলবেন রংপুর রাইডার্স দলে। সাইফউদ্দিন ছাড়াও এ দলে আছেন নুরুল হাসান, মেহেদী হাসান,  নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।

এছাড়া বিদেশি খেলোয়াড় হিসেবে অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার আছেন সাইফউদ্দিনদের দলে।

এমআই