Advertisement
Us Bangla Airlines
আইএল টি-টোয়েন্টিতে সাকিবের সতীর্থ যেসব তারকা

আইএল টি-টোয়েন্টিতে সাকিবের সতীর্থ যেসব তারকা

খেলা ডেস্ক

৩০ অক্টোবর ২০২৫, ২০:১৯

আগামী ২ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবারের মৌসুমে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এমআই এমিরেটস দলে নিলামেই ডাক পেয়েছিলেন টাইগার পোস্টারবয়।

সাকিবের সতীর্থ হিসেবে এমআই এমিরেটসের দলে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার নিকোলাস পুরান ও কাইরন পোলার্ড। সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছিলেন এই দুজন। তার আগে জুলাইয়ে এমআই নিউ ইয়র্কের হয়ে মেজর লিগ ক্রিকেটের ট্রফিও জিতেছেন তারা।

এবার এমআই এমিরেটসের দলে সাকিব, পুরান, পোলার্ড ছাড়াও আরও রয়েছেন তিন ক্যারিবিয়ান তারকা। ইতোমধ্যে রোমারিও শেফার্ড, আন্দ্রে ফ্লেচার ও আকিম ওগিসকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। চলতি মাসের শুরুতে হওয়া নিলামে সবচেয়ে বেশি দামে দলে ভেড়ানো হয়েছে ফ্লেচারকে।

তাদের সঙ্গে আছেন ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো, অলরাউন্ডার ক্রিস ওকস, আফগান স্পিনার এএম গাজানফার, ফজল হক ফারুকি, ইংল্যান্ডের টম ব্যান্টন, আফগান তারকা নাভিন–উল–হক, পাকিস্তানের উসমান খান ও মুহাম্মদ ওয়াসিম।

সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু—আবুধাবি, দুবাই ও শারজাহে হবে ৬ দল নিয়ে ৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি।

একনজরে এমআই এমিরেটস স্কোয়াড

মুহাম্মদ রোহিদ, জর্ডান থম্পসন, নাভিন উল হক, আন্দ্রে ফ্লেচার, নুশথুশ কেগিজে, মোহাম্মদ শফিক, জয়েন উল আবিদিন, উসমান খান, আকিম ওগিস, আরাব গুল, তাজিন্দার ধীলন, জাহর খান, সাকিব আল হাসান, ফজলহক ফারুকি, টম ব্যান্টন, রোমারিও শেফার্ড, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, মোহাম্মদ গাজানফার, মুহাম্মদ ওয়াসিম, কামিন্দু মেন্ডিস , নিকোলাস পুরান ও কাইরন পোলার্ড।

এমআই