Advertisement
Us Bangla Airlines
বিপিএলে দল বদলের পথে ডেভিড মালান

বিপিএলে দল বদলের পথে ডেভিড মালান

খেলা ডেস্ক

২৭ আগস্ট ২০২৫, ২০:৪২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পরিচিত মুখ ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড মালান। বিপিএলে ইতোমধ্যে একাধিক দলের হয়ে খেলেছেন এই ক্রিকেটার। সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। টপঅর্ডারের এই রান মেশিনকে এবার দলে নিতে আগ্রহ দেখিয়েছে রংপুর রাইডার্স।

ফ্র্যাঞ্চাইজিটির একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিক চুক্তি না হলেও মালানের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ইংলিশ এই ক্রিকেটার থেকে ইতিবাচক সাড়া পেলেই আনুষ্ঠানিক কার্যক্রম সারতে চাইবে রংপুর রাইডার্স।

ড্রাফটের আগেই বরিশাল দলে ৬ বিদেশি ক্রিকেটার!

সম্প্রতি গ্লোবাল সুপার লিগে অংশ নিয়েছিল রংপুর। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ফাইনালে হেরে তারা টুর্নামেন্টের রানার্সআপ হয়। বিপিএলকে সামনে রেখে আগেভাগেই স্কোয়াড গোছানো শুরু করেছে তারা। তবে বিপিএল নিয়ে এখনো নানান দুশ্চিন্তা আর অনিশ্চয়তার সমাধান মিলেনি।

বিপিএলের আসন্ন আসরে কয়টি দল টুর্নামেন্টে অংশ নেবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো প্রকাশ করেনি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নাম, যার অধীনে এবারের আসর আয়োজন করা হবে। মাঝে পরিচিত আইএমজির নাম শোনা গেলেও তা নিয়ে আলোচনা থমকে গেছে।

চলতি বছরের ডিসেম্বরেই বিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এর আগে বিসিবির অনিশ্চয়তা ফ্র্যাঞ্চাইজিদের বেশ বিপাকেই ফেলবে।

এমআই