Advertisement
Us Bangla Airlines
রংপুরের দলে বরিশালের মায়ার্স, সঙ্গে আরও ৪ বিদেশি তারকা

রংপুরের দলে বরিশালের মায়ার্স, সঙ্গে আরও ৪ বিদেশি তারকা

খেলা ডেস্ক

২৭ মে ২০২৫, ২১:০৫

গ্লোবাল সুপার লিগে গেল আসরে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। চ্যাম্পিয়ন দল হিসেবে এবারের আসরেও খেলবে নুরুল হাসান সোহানরা। বিশ্বমঞ্চের এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ কাইল মায়ার্স।

বিপিএল গত দুই মৌসুম ফরচুন বরিশালকে শিরোপা জেতানো নায়ক কাইল মায়ার্স। ক্যারিবিয়ান অলরাউন্ডার আসন্ন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন। এছাড়া আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই এবং সাউথ আফ্রিকার তাবরাইজ শামসিকেও দলে ভিড়িয়েছে রংপুর।

গ্লোবাল লিগের সূচি প্রকাশ, রংপুরের খেলা যেদিন

বিষয়টি নিশ্চিত করেছে রংপুর ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক। মায়ার্স-ওমরজাই ছাড়াও রংপুরের হয়ে খেলবেন ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ ও হারমিত সিং। এছাড়া আরও দুইজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে গ্লোবাল লিগে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।

বিদেশি ক্রিকেটারদের গুছিয়ে নিলেও দেশি ক্রিকেটারদের পেতে বেগ পেতে রংপুরের প্রতিনিধিত্ব করা দলটিকে। কারণ, গ্লোবাল লিগের সময় বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে ব্যস্ত সময় পার করবে। তাতে দেশি তারকাদের যে রংপুর পাচ্ছে না, এটা অনুমিত।

সবশেষ আসরে নুরুল হাসান সোহানের নেতৃত্বে গ্লোবাল সুপার লিগে খেলেছিল রংপুর রাইডার্স। সেবারের সেরা পারফর্মারদের মধ্যে ছিলেন সৌম্য সরকার এবং কামরুল ইসলাম রাব্বি। কামরুল দলে পেলেও সৌম্যকে এবার পাওয়া অনেকটা অনিশ্চিত। এছাড়া বিপিএলে সেরা পারফর্মাররাও ব্যস্ত থাকবেন জাতীয় দলে।

এদিকে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। এবারের আসর শুরু হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১৮ জুলাই।

প্লে-অফে প্রথম জায়গা নেওয়া রংপুরের শুরুতেই বিদায়

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর ১৪ জুলাই দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেনস, ১৬ জুলাই দুবাই ক্যাপিটালস এবং ১৭ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নামবে দলটি। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে।

জিএসএলে রংপুর রাইডার্সের ম্যাচ সূচি

তারিখ প্রতিপক্ষ
১০ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
১৩ জুলাই হোবার্ট হ্যারিকেন
১৬ জুলাই দুবাই ক্যাপিটালস
১৭ জুলাই

সেন্ট্রাল স্ট্যাগস

এমআই