Advertisement
Us Bangla Airlines
রেভিনিউ শেয়ার নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সুখবর দিল বিসিবি

রেভিনিউ শেয়ার নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সুখবর দিল বিসিবি

খেলা ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২

বিতর্ক আর সমালোচনা ছাপিয়ে চলতি মাসের শুরুর সপ্তাহে ইতি টেনেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া লিগের সবচেয়ে জনপ্রিয় এই প্রতিযোগিতা শেষ হওয়ার ১০ দিন পর এবার আয় সংক্রান্ত তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু টিকিট বিক্রি থেকে চলতি আসরে আয়ের রেকর্ড গড়েছে বিপিএল। যা গত আসরগুলো থেকে কয়েক গুণ বেশি।

গতকাল বাংলাদেশের সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠকে বসে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে বিপিএলের মান-উন্নয়ন, উইন্ডো পরিবর্তণ, ভালো ফ্র্যাঞ্চাইজি আনয়ন, বিশ্ব মাতানো বিদেশি ক্রিকেটারদের আকর্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এরপর এক ভিডিও বার্তায় টিকিট থেকে আয় নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।

ফারুক আহমেদ বলেন, ‘আমরা এবার অবিশ্বাস্যরকম সফলভাবে টিকেট বিক্রি করেছি। এটার বড় কারণ ছিল, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়েছি। এটি অত্যন্ত নিরাপদ ব্যবস্থা। বিশ্বকাপে যেভাবে টিকেট বিক্রি হয়, ঠিক সেভাবেই। যদিও পুরোপুরি অনলাইন যেতে পারিনি।’

বিপিএলে আর থাকতে চান না বরিশালের মালিক, কারণ কী?

তিনি বলেন, ‘নতুন একটা সিস্টেম দেখার জন্য (বিপিএলের) প্রথম পর্বে আমরা ৩৫ শতাংশ ও প্লে অফে ৪০ শতাংশ টিকেট দিয়েছিলাম অনলাইনে। এতে দর্শকদের উন্মাদনা ছিল দেখার মতো। সব মিলিয়ে পুরো বিপিএলে আমরা প্রায় ১২ কোটি ২৫ লাখ টাকার টিকেট বিক্রি করেছি। এছাড়া টিকিটস্বত্ব বাবদ যোগ করলে আমাদের আয় সোয়া ১৩ কোটি টাকা।’

টিকিট বিক্রিতে অতীতের ইতিহাস ছাড়িয়ে যাওয়ায় বিপিএলের মাঝপথেই প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। এবার টিকিটের আয় থেকে ফ্র্যাঞ্চাইজিদের ভাগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ।

ভিডিও বার্তায় ফারুক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিদের সবসময়ই একটা বড় দাবি ছিল রেভিনিউ শেয়ারিং। তখন তাদের বলেছিলাম, আসলে লাভটা কত কী হয়, এটাই আমি জানি না। তাই আমার পক্ষে তখন কিছু বলা সম্ভব ছিল না। তবে সব ফ্র‌্যাঞ্চাইজির জন্য সুখবর। টিকেট বিক্রি থেকে বিসিবির যে আয় হয়েছে, এখান থেকে একটা ভালো অংশ সাত ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব।’

এবার পুলিশের হেফাজতে রাজশাহীর মালিক শফিকুর রহমান

উল্লেখ্য, বিপিএলে আগের দশ আসরে টিকিট বিক্রি হয়েছিল ১৫ কোটি টাকার মতো। অন্যদিকে শুধু একাদশ আসরেই বিক্রি হয়েছে ১৩ কোটি ২৫ লাখ টাকা। যেখানে এক আসরে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকা। এবার অতীতের রেকর্ডের তুলনায় প্রায় ৩ গুণ বেড়েছে।

বিসিবি সূত্রে জানা যায়, বিপিএলের তৃতীয় ও চতুর্থ আসরে টিকিট বিক্রি করে ১.৪০ কোটি, পঞ্চম আসরে ১.৬০ কোটি, ষষ্ঠ আসরে ১.৬৫ কোটি, সপ্তম আসরে ১.৭০ কোটি, অষ্টম আসরে ০.১৩ কোটি, নবম আসরে ৩.৩৬ কোটি এবং দশম আসরে ৪.৩৬ কোটি টাকা আয় হয়েছে।

এমআই