
ফের ইনজুরির কবলে সৌম্য, অনিশ্চিত চ্যাম্পিয়নস ট্রফি
খেলা ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮
দুর্ভাগ্য বুঝি এটাকেই বলে! আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার পর পুরনো রূপে ফিরেছিলেন সৌম্য সরকার। কিউইদের মাটিতে খেলেছিলেন ১৬৯ রানের নজরকাড়া ইনিংস। এরপর গেল বছরের শুরুতে শ্রীলঙ্কার সাথে খেলেছিলেন ম্যাচ জেতানো ইনিংস। আফগানদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পেয়েছিলেন দারুণ শুরু। সবশেষ ক্যারিবিয়ানদের সাথে খেলা ওয়ানডেতেও ৭৩ রানের সুন্দর ইনিংস আছে তার।
ক্যারিবিয়ান সিরিজের আগে গ্লোবাল সুপার লিগে রংপুরের জার্সিতে দুর্দান্ত ছিলেন এই বাঁহাতি ওপেনার। ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজেও চোখের শান্তি ছিলেন সৌম্য সরকার। কিন্তু সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। এক ইনজুরিতেই বিপিএলে মাত্র ৪ ম্যাচ খেলতে পেরেছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।
Snaps from today's practice session at SBNCS
Posted by Bangladesh Cricket : The Tigers on Monday, February 10, 2025
ইনজুরি থেকে ফিরেও রান পেয়েছিলেন সাতক্ষীরার সন্তান। রংপুরের জার্সিতে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ৭৪ রান। দলের ব্যর্থতায় এলিমিনিটরেই শেষ হয়ে যায় সৌম্যর বিপিএলের দৌড়। এরপর চ্যাম্পিয়নস ট্রফির অংশ হিসেবে মিরপুরে নিয়মিত অনুশীলন করে যাচ্ছিলেন তিনি। আইসিসির এই মেগা টুর্নামেন্টের অনুশীলনেই ফের চোটে পড়েছেন সৌম্য।
নাজমুল হোসেন শান্তের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেটাররা আজ (সোমবার) মিরপুর শের-ই বাংলায় অনুশীলন করছিলেন। সেখানেই নতুন করে চোটে পড়েছেন সৌম্য সরকার। সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল তার ডান হাতের আঙুলে আঘাত করে। সঙ্গে সঙ্গেই ব্যথায় মাঠে লুটিয়ে পড়েন এই ব্যাটিং অলরাউন্ডার।
পরবর্তীতে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলামের প্রাথমিক শুশ্রূষা দিয়েছেন। কিছুক্ষণ বাদে সৌম্য সোজা হাঁটা ধরেন ড্রেসিংরুমে। চ্যাম্পিয়নস ট্রফির আগে সৌম্যের এমন আঘাত নিশ্চিতভাবে চিন্তা বাড়াবে বাংলাদেশের। কেননা এই ডান হাতের আঙুলের ইনজুরি থেকেই সেরে উঠার পর তিনি মাঠে নেমেছিলেন। যদিও তার নতুন চোট কতটা গুরুতর সেটি এখনও জানা যায়নি।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে সৌম্যকে না পেলে টাইগার স্কোয়াডে ওপেনারের সংখ্যা হবে মাত্র ২ জন। তানজিদ হাসান তামিমের সাথে অনিভজ্ঞ পারভেজ হোসেন ইমন। আবার এই দুই ক্রিকেটারই বেশ তরুণ। ফলে অভিজ্ঞতার ঘাটতি পূরণে ডাক পেতে পারেন প্রাথমিক স্কোয়াডে জায়গা না পাওয়া লিটন কুমার দাস। যদিও এসব কিছু নির্ভর করছে সৌম্যর চোটের ওপর। চোট গুরুতর হলে নিশ্চিতভাবে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তণ দেখা যাবে।
এমআই