
বরিশাল যাওয়ার আগে আইফোন ১৬ পেলেন তামিমরা!
খেলা ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩২
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ভাগ্যটা সবসময় তামিমের পক্ষে কথা বলেছে। বিপিএলে ৩ বার ফাইনাল খেলা তামিম প্রতিবারই শিরোপা জিতেছেন। সবশেষ দুই আসরে বরিশালকে শিরোপা উপহার দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড়দের প্রতি বেশ খুশি ফরচুন গ্রুপ ও বরিশালের মালিক মিজানুর রহমান।
শিরোপা জেতার পরের দিনে এবার খেলোয়াড়দের জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন ১৬ উপহার দিয়েছে ফরচুন বরিশাল। খেলোয়াড়দের এই বোনাসের খবর নিশ্চিত করেছেন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই ইতোমধ্যে আইফোন ১৬ পৌঁছে দেয়া হয়েছে।
এদিকে সবকিছু ঠিক থাকলে আগামীকাল বরিশালে ট্রফি ট্যুর দিবে তামিম-রিয়াদেরা। সবশেষ আসরে ট্রফি জিতে বরিশালে যেতে চেয়েছিল দলটি। কিন্তু নানান কারণে সেবার যেতে পারেনি। তবে গতকাল সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, ৯ ফেব্রুয়ারি পুরো স্কোয়াড মিলে বরিশালে যাবেন তারা। তবে লঞ্চে ওঠার আগেই আইফোন ১৬ পেয়েছেন দলটির সব ক্রিকেটার।
এছাড়া চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বড় অংকের আর্থিক পুরস্কারও পেয়েছে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছেন তামিম ইকবালের দল। এ ছাড়া ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ায় তামিম পেয়েছেন ৩ লাখ টাকা।
উল্লেখ্য, বিপিএলে শিরোপা জেতায় ২০১৯ সালে দলের সবাইকে আইফোন এক্স দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। সেবার দলটির হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। ওপেনিংয়ে নেমে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন চট্টলার সন্তান। যেখানে ১০ বাউন্ডারির সাথে ১১ ছক্কা মেরেছেন এই বাঁহাতি। তামিমের অবিশ্বাস্য ইনিংসে ঢাকাকে ১৭ রানে হারায় কুমিল্লার দলটি।
এমআই