Advertisement
Us Bangla Airlines
৫৮৪ দিন পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

৫৮৪ দিন পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

খেলা ডেস্ক

২৩ অক্টোবর ২০২৫, ২০:২১

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল মিরপুরে। দেড় বছরেরও বেশি সময় পর অবশেষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে উড়িয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

২০২৪ সালের ১৮ মার্চ সিলেটে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচের পর টানা চারটি সিরিজে হারের বৃত্তে বন্দী ছিল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিপক্ষে কোনো সিরিজেই জয়ের দেখা মেলেনি। এমনকি সর্বশেষ আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল মিরাজরা।

৯৭০৯ দিনের পুরনো রেকর্ড ভাঙলেন সাইফ-সৌম্য

অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় এনে ৫৮৪ দিনের অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দে ছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। ইনিংসের প্রথম ওভারেই দুটি চারে শুভ সূচনা করেন সাইফ, এরপর সৌম্যও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন।

উদ্বোধনী জুটিতে আসে ১৭৬ রানের রেকর্ড পার্টনারশিপ, যা ভেঙেছে দশ বছরের পুরোনো রেকর্ড। সাইফ ৭২ বলে ৮০ রান, সৌম্য ৮৬ বলে ৯১ রান করে সাজঘরে ফেরেন। দুই ওপেনারের দুর্দান্ত শুরুতে বড় সংগ্রহের ইঙ্গিত মিললেও শেষদিকে রানের গতি কিছুটা কমে যায়। তবুও শেষ পর্যন্ত সেই ২৯৬ রানই হয়ে ওঠে বিশাল পাহাড়।

ওয়েস্ট ইন্ডিজের ছয় ক্যাচ মিসে ২৯৬ রান করল বাংলাদেশ

বড় রান তাড়া করে জিততে ক্যারিবিয়ানদের রেকর্ড গড়তে হতো। কিন্তু টাইগার স্পিনারদের ঘূর্ণিতে রেকর্ড ভাঙার আগেই ধসে পড়েছে উন্ডিজের ব্যাটিং অর্ডার। পাওয়ার প্লেতে তিন উইকেট নিয়ে সফরকারীদের পথ কঠিন করে দেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এরপর অধিনায়ক শাই হোপকে তুলে জয়ের আশা বাড়িয়ে দেন তানভীর।

ক্যারিবিয়ানদের বাকি উইকেটগুলো পকেটে পুরেন লেগস্পিনার রিশাদ হোসেন ও মেহেদী মিরাজ। তবে দলে থাকলেও এক বলও করেননি মোস্তাফিজুর রহমান।

একাদশে চার স্পিনার নিয়ে সবশেষ কবে খেলেছিল বাংলাদেশ?

ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ জয় ১৮৩ রানের। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল টাইগাররা। আজ সেই রেকর্ড ভাঙার দারুণ সুযোগ ছিল মিরাজদের সামনে। ওয়েস্ট ইন্ডিজ যখন ৯৭ রানে নবম উইকেট হারায়, তখন তারা পিছিয়ে ছিল ১৯৯ রানে। ইতিহাস ছোঁয়ার মুহূর্তে বাধা হয়ে দাঁড়ান আকিল হোসেন।

শেষ উইকেটে খারি পিয়েরকে সঙ্গে নিয়ে যোগ করেন ২০ রান। পিয়েরের অবদান শূন্য হলেও আকিল খেলেন ১৫ বলে ২৭ রানের সাহসী ইনিংস। শেষমেশ মিরাজের বলে বোল্ড হয়ে ফিরলে ক্যারিবীয় ইনিংস থামে ৩০.১ ওভারে ১১৭ রানে।  বাংলাদেশ জিতল ১৭৯ রানে—ওয়ানডেতে যা রানের হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়।

এমআই