
ভেন্যু সংকটে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ
খেলা ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ২০:৩৩
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতিমূলক হোম ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচের ভেন্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কারণ, একই সময়ে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ।
৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। কয়েক মাস আগেই তারা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে ভেন্যু ব্যবহারের অনুমতি নিয়েছে। ফলে নির্ধারিত সময়সূচি পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর।
তানভীর বলেন, ‘এশিয়ান আরচ্যারি ফেডারেশন ইতোমধ্যে এই ভেন্যুকে স্বীকৃতি দিয়েছে। আমরা আবাসন, নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে আছি। ফুটবল ফেডারেশন আমাদের সঙ্গে সমন্বয় করলে ভালো, তবে আমাদের সময়সূচি পরিবর্তনের সুযোগ নেই।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস বলেন, ‘আমরা ১২-১৪ নভেম্বরের মধ্যে ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আয়োজন করতে চাই। আরচ্যারির সঙ্গে আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে, যা উভয় পক্ষের জন্য মঙ্গলজনক হয়।’
তবে ১৪ নভেম্বর আরচ্যারির ফাইনাল রাউন্ডের খেলা থাকায় একই দিন আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করা জটিল হতে পারে। কারণ আন্তর্জাতিক ফুটবল ম্যাচের দিন এবং আগের দিন ভেন্যু থাকে ম্যাচ কমিশনারের আওতায়। তবে বিকেলে আরচ্যারির খেলা শেষ হয়ে গেলে রাতে ফুটবল ম্যাচ আয়োজনের সুযোগ থাকতে পারে বলে জানা গেছে।
তিনি বলেন, ‘আমাদের খেলা বিকেল পর্যন্ত। বাফুফে যদি রাতে ম্যাচ আয়োজন করতে পারে, তাহলে আমাদের আপত্তি নেই। আমরা যতটা সম্ভব সহায়তা করব।’
উল্লেখ্য, ২০১৭ সালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। যদিও বছর চারেক আগে এই আসর হয়েছে আর্মি স্টেডিয়ামে। এবারের আসরের জন্যও প্রাথমিকভাবে জাতীয় স্টেডিয়ামই পছন্দ, তবে সমন্বয় সম্ভব না হলে আবারও আর্মি স্টেডিয়াম ব্যবহার করা হতে পারে।
এমআই