
শরফুদ্দৌলার সিদ্ধান্তে ‘আউট’ হয়েও বেঁচে গেলেন রিজওয়ান
খেলা ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ২১:২০
ক্রিকেটে বিচিত্র ঘটনা নতুন কিছু নয়। তবে বুধবার রাওয়ালপিন্ডিতে যা ঘটল, তা অনেকের চোখে ‘আন্তর্জাতিক পর্যায়ের অনভিপ্রেত মূহূর্ত’ হিসেবে ধরা পড়েছে। দিনের শেষ বলে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান যেভাবে নিজের উইকেট নিজেই ভেঙে দিলেন, সেটি দেখে অনেকেই হতবাক—আর কিছুটা মজা পেয়েছেন দর্শক ও ধারাভাষ্যকাররাও।
ঘটনাটি ঘটে দিনের শেষ বলে। কেশব মহারাজের অফ স্টাম্প লাইনে হালকা টস-আপ ডেলিভারি কভারে ঠেলে দেন রিজওয়ান। বল ফিল্ডে চলে গেলে প্রোটিয়া ফিল্ডাররা তা দৌড়ে ধরতে যান। এরপরই দেখা যায়, রিজওয়ান হঠাৎ নিজের ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে বেল ফেলে দেন এবং ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেন!
উইকেটকিপার কাইল ভেরাইন সঙ্গে সঙ্গে ‘হিট উইকেট’-এর জোরালো আবেদন করেন। আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে তাঁর কিছুটা তর্কও হয়। তবে রিপ্লে বিশ্লেষণে দেখা যায়, বল মারার অনেক পর রিজওয়ান স্টাম্পে আঘাত করেন এবং তখনও বলটি উইকেটকিপারের হাতে ফেরেনি।
ফলে আইন অনুযায়ী বল তখন ‘ডেড’ হিসেবে গণ্য হয়। আম্পায়ার শরফুদ্দৌলা স্পষ্ট ঘোষণা দেন—‘বলটি ডেড’ এবং সঙ্গে বলেন, ‘ওভার শেষ’। অর্থাৎ, রিজওয়ান ‘হিট উইকেট’-এর মতো আচরণ করলেও সেটি আইনের চোখে আউট নয়। দিনশেষের এই ঘটনাটি ঘিরে মাঠ ও সম্প্রচার বুথে হালকা হাস্যরসের সৃষ্টি হয়।
একজন ধারাভাষ্যকার রসিকতা করে বলেন, “রিজওয়ান নিজেই নিজের উইকেটকিপার হয়ে গেলেন!” তবে কেন এমন করলেন রিজওয়ান? সেটি স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে, হয়তো ভেবেছিলেন দিনের খেলা শেষ হয়ে গেছে, কিংবা ভুলবশতই স্টাম্পে আঘাত করেছেন—ঠিক যেমনটা মাঝে মাঝে গ্রামের ম্যাচে দেখা যায়।
এমআই