Advertisement
Us Bangla Airlines
হংকং ম্যাচকে ‘ডু অর ডাই’ বলছেন জামাল ভূঁইয়া

হংকং ম্যাচকে ‘ডু অর ডাই’ বলছেন জামাল ভূঁইয়া

খেলা ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৭

২০২৬ এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুইটি যথাক্রমে ৯ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে সামনে রেখে আজ শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। টিম হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

তিনি বলেন, ‘এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। এশিয়া কাপ খেলতে হলে আমাদের জিততেই হবে।’ 

এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে সমান চার পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর ও হংকং রয়েছে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে। এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ তৃতীয়, ভারতের পয়েন্টও এক, তবে তারা গোল ব্যবধানে পিছিয়ে। ছয় ম্যাচ শেষে গ্রুপ চ্যাম্পিয়ন দলই খেলবে এশিয়ান কাপে।

জামাল বলেন, ‘হোম ম্যাচে আমাদের অ্যাডভান্টেজ থাকবে। তবে অন দ্য ডে পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। খারাপ পারফরম করলে ব্যথিত হতে হবে। নেপালের সঙ্গে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল, হয়নি। একটা ম্যাচ খেলতে পারলে ভালো হতো।’

হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট আধ ঘণ্টার মধ্যেই বিক্রি হওয়ায় ভীষণ খুশি জামাল। তিনি আরও বলেন, ‘আগে মানুষ এত খোঁজ রাখত না। এখন খেলা নিয়ে সবাই আগ্রহী।’

তবে মাঠে নিজের সুযোগ না পাওয়া নিয়ে জামাল বলেন, ‘আমি খেলতে চাই। আগের ম্যাচে খেলতে না পারায় খারাপ লেগেছে। তবে সিদ্ধান্ত কোচের।’

এমআই