Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

খেলা ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী অক্টোবরের মাঝামাঝি এই সিরিজ শুরু হবে। পুরো সিরিজটি হবে দুই ভেন্যুতে—মিরপুর ও চট্টগ্রামে। তবে টি-টোয়েন্টি সিরিজের সূচিতে এসেছে পরিবর্তন।

আগে নির্ধারিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ওয়ানডে হবে ১৮ অক্টোবর। এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২০ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, দুপুর ১টা ৩০ মিনিটে শুরু।

ওয়ানডে সিরিজ শেষে ২৪ অক্টোবর দল চট্টগ্রামে যাবে। সেখানে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর যথাক্রমে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। সবগুলো ম্যাচ মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে।

এই সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকে। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্ব আসর। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে ভারত।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ সফরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে সেই সফরে ওয়ানডে সিরিজে টাইগাররা হোয়াইটওয়াশ হয়েছিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।

এমআই