
টুর্নামেন্ট সেরা হয়ে কত টাকার গাড়ি পেলেন অভিষেক শর্মা?
খেলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮
এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ে অন্যতম প্রধান ভূমিকা রেখেছেন ওপেনার অভিষেক শর্মা। টুর্নামেন্টের তিন ম্যাচে হাফ সেঞ্চুরিসহ মোট ৩১৪ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট প্রায় ২০০। ফাইনালে ব্যর্থ হলেও আয়োজকরা তাকেই দিয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। ট্রফির পাশাপাশি এই পুরস্কারে গাড়িও পেয়েছেন অভিষেক শর্মা।
জানা গেছে, অভিষেকের গাড়িটির মডেল—Haval H9। চীনের গ্রেট ওয়াল মটরসের তৈরি এই চার চাকার ফ্ল্যাগশিপ এসইভি শুধু চেহারায় নয়, দামেও বেশ দাপুটে। আন্তর্জাতিক বাজারে এই গাড়ির দাম প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মধ্যে (ভারতীয় মুদ্রায়), যা বাংলাদেশি টাকায় হতে পারে প্রায় ৭৫ লাখ থেকে ৯০ লাখ টাকার কাছাকাছি।
পুরস্কার হাতে নিয়ে অভিষেক শর্মা বলেন, ‘গাড়ি পুরস্কার হিসেবে পাওয়া দারুণ অনুভূতি। তবে এটা শুধু আমার নয়—দল, কোচ, অধিনায়কের সমর্থন ছাড়া সম্ভব হতো না। আমি জানি, ঝুঁকি নিয়ে খেললে আউটও হতে পারি। কিন্তু আক্রমণাত্মক মানসিকতা ধরে রাখাই আমার ভূমিকা।’
নিজের খেলার ধরন সম্পর্কে তিনি বলেন, ‘প্রথম বল থেকেই আক্রমণ করাই আমার পরিকল্পনা। যেকোনো কন্ডিশনে, যেকোনো বোলারের বিরুদ্ধে পাওয়ারপ্লে কাজে লাগানোই মূল টার্গেট ছিল। সেটাই দলকে মোমেন্টাম দিয়েছে।’
২৫ বছর বয়সী পাঞ্জাবি এই ব্যাটারের জন্য এশিয়া কাপ ছিল নিজের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। আর তিনি সেই সুযোগ কাজে লাগিয়েছেন দুর্দান্তভাবে। ভারতের টপ অর্ডারে জায়গা পাওয়ার জন্য যেখানে হুড়োহুড়ি লেগে থাকে, সেখানে অভিষেক ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ধারাবাহিকভাবে—যা তাকে করেছে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত মুখ।
এমআই