
১১৪ রানে অলআউট বাংলাদেশ, প্রতিপক্ষের রান পাহাড়
খেলা ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৫:৫২
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। সেমিফাইনাল খেলার আগেই বিদায় নিয়েছে সাইফ-সোহানরা। বিশ ওভারের সেই টুর্নামেন্ট শেষে এবার চারদিনের ম্যাচ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১৪ রানে অলআউট হয়েছে টাইগাররা।
চারদিনের এই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমেছে মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বাধীন দল। তাতে প্রথম দিন শেষ হওয়ার আগেই ১১৪ রানে সব উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২০৪ রান করে ফেলেছে স্বাগতিকেরা। এতেই প্রথম ইনিংসে ৯০ রানে পিছিয়ে পড়েছে টাইগাররা।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খুলতে পারেননি তরুণ ওপেনার ইফতেখার হোসেন ইফতি। জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয় মাত্র ১৩ রান করে ধরেন ড্রেসিং রুমের পথ। তিনে নাম অমিত হাসান করেন মাত্র ৩ রান। অধিনায়ক মাহিদুল ইসলাম ৯ রানেই প্যাভিলিয়নে ফিরেছেন।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ইয়াসির আলি রাব্বি, তিনিও ফিরেছেন এক রান করে। তবে চারে নামা শাহাদাত হোসেন দিপু লড়াইয়ের চেষ্টা করেছিলেন। দুই চারে ৪৩ বলে ২৫ রান করে আউট হন তিনিও। এতেই ৬৬ রানে ৯ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ।
লজ্জা থেকে দলকে কিছুটা মুক্তি দেন স্পিনার রকিবুল হাসান ও পেসার এনামুল হক। শেষ উইকেটে ৪৮ রানের জুটি গড়েন এই দুইজন। রকিবুল ২২ রান করে আউট হন আর দলের সর্বোচ্চ ২৭ রানে অপরাজিত থাকেন ১১ নম্বরে নামা এনামুল। সাউথ অস্ট্রেলিয়ার ওয়েস অ্যাগার, হেনরি থর্নটন ও জার্সি ওয়াদিয়া ৩টি করে উইকেট নেন।
ব্যাটে বাজে পারফর্ম করার পর বল হাতে টাইগারদের শুরুটা দুর্দান্ত ছিল। পঞ্চাশ রানের আগেই স্বাগতিক দলের ৪ ব্যাটসম্যানকে আউট করে দেয় বাংলাদেশ ‘এ’ দল। এরপর সাউথ অস্ট্রেলিয়ার হাল ধরেন জেইক-ফ্রেজার ম্যাকগার্ক ও জেসন সাঙ্ঘা। দুজন মিলে গড়ে তোলেন ৯৬ রানের জুটি। ৫ চার ও ২ ছক্কায় ৫২ রান করা ম্যাকগার্ককে ফেরান নাঈম হাসান।
দিনের বাকি অংশে আর উইকেট পড়তে দেননি সাঙ্ঘা ও হ্যারি নিয়েলসেন। অবিচ্ছিন্ন জুটিতে তাদের সংগ্রহ ৬১ রান। সবমিলিয়ে ২০৪ রান করে দিন পার করে সাউথ অস্ট্রেলিয়া। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি করে উইকেট নেন মুশফিক হাসান, হাসান মাহমুদ, নাঈম হাসান, হাসান মুরাদ ও এনামুল।
এমআই