Advertisement
Us Bangla Airlines
বিপিএলকে দুর্নীতিমুক্ত রাখতে কড়া বার্তা মার্শালের

বিপিএলকে দুর্নীতিমুক্ত রাখতে কড়া বার্তা মার্শালের

খেলা ডেস্ক

১৯ আগস্ট ২০২৫, ২১:১১

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিং নিয়ে নানান আলোচনা চলছে। সম্প্রতি ফিক্সিং নিয়ে জনপ্রিয় এক দৈনিকে শিরোনাম হয়েছে বিপিএল। তবে পুরো বাংলাদেশ ক্রিকেটকে স্বচ্ছতার ছায়াতলে আনতে সম্প্রতি আইসিসির দুর্নীতি দমন বিভাগের হয়ে কাজ করা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে বিসিবি।

গতকাল ঢাকায় এসে আজই (মঙ্গলবার) দায়িত্ব নিয়েছেন সাবেক মার্কিন সেনাবাহিনী মার্শাল। এরপর ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। মার্শাল জানান, বাংলাদেশ ক্রিকেট থেকে দুর্নীতি দূর করতে তিনি বদ্ধপরিকর। 

বিপিএল নিয়ে তিনি বলেন, ‘সবখানে এখন ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, যেখানে সহজেই দুর্নীতিবাজরা সুযোগ পেয়ে যায়। বিপিএল জনপ্রিয় একটি লিগ। এখানে সবকিছু হতে হবে উঁচু মানের, পেশাদার ও সুরক্ষিত। বিশ্বের যেকোনো জায়গাতেই ফ্র্যাঞ্চাইজি লিগ সুরক্ষিত হওয়া উচিত। বিপিএলেও এটা নিশ্চিত করার জন্য আমি কাজ করব।’

ক্রিকেটারদের নীতি ঠিক রাখাই মূল চ্যালেঞ্জ অ্যালেক্সের, ‘আজ আমার প্রথম দিন। বিসিবির প্রতি আমি কৃতজ্ঞ। খুব গুরুত্ব সহকারে আমাদের সভা হয়েছে, যেখানে সবার সমর্থন পেয়েছি। সমর্থকরা যেন সঠিক ক্রিকেট দেখতে পারেন এবং খেলোয়াড়রা যেন সুরক্ষিত থাকে সেদিকেই আমার মনোযোগ।’

‘ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আমি বোর্ড ও প্রেসিডেন্টের (আমিনুল ইসলাম বুলবুল) সঙ্গে কাজ করছি। ৩-৪ সপ্তাহের মধ্যে নতুন করে সব সাজিয়ে আমি বোর্ডকে দেখাব। তবে দীর্ঘস্থায়ী শিক্ষা ও সুরক্ষা প্রয়োজন’- যোগ করেন তিনি।

অ্যালেক্স মার্শাল আরও বলেন, ‘আমি এখানে এসেছি প্রেসিডেন্ট ও বোর্ডের সঙ্গে কাজ করতে, মূলত সততা নিশ্চিতের কাজ দেখভাল করব। এই শতকের শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট বিশ্বের শীর্ষ পর্যায়ে উঠেছে। সমর্থকরা মাঠে যে খেলাটা দেখেন তা প্রবলভাবে বিশ্বাস করেন এবং যে নারী-পুরুষ ক্রিকেটাররা দেশের হয়ে খেলেন তারা এই খেলাটাকে কলুষতামুক্ত রাখেন।’

তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা আরও জোরদার করার জায়গা আছে, কারণ সবসময় এখানে কলুষতার সম্ভাবনা থাকে। পুরো বিশ্বেই তারা সুযোগ খুঁজে বেড়ায়। তারা চেষ্টা করে খেলোয়াড়দের হাত করতে, যাতে তারা ভালো না খেলে।’

এমআই