Advertisement
Us Bangla Airlines
এনসিএলের আট দলে কোচের দায়িত্বে থাকছেন যারা

এনসিএলের আট দলে কোচের দায়িত্বে থাকছেন যারা

খেলা ডেস্ক

১৬ আগস্ট ২০২৫, ১২:১৫

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে আট দল। দেশের সাতটি বিভাগীয় দলের সঙ্গে এবারও অংশ নিচ্ছে ঢাকা মেট্রো। বিপিএলের পূর্বপ্রস্তুতি হিসেবে বিবেচিত এই ঘরোয়া আসরে নামবে দলগুলো। বিপিএল ছাড়াই এটাই বাংলাদেশের একমাত্র ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

এনসিএলে গত মৌসুমে শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হয়। নিজের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি বিপিএলে সুযোগ পাওয়ার বড় মঞ্চ এই টুর্নামেন্ট। কোচদের জন্যেও এটা ভালো উপলক্ষ। একনজরে দেখে নেওয়া যাক কোন কোচদের নেতৃত্বে মাঠে নামবে দলগুলো।

ঢাকা বিভাগ
দলের কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান বাবুল। সম্প্রতি ফরচুন বরিশালের কোচ হিসেবে বিপিএলে টানা দুই মৌসুমে (২০২৪ ও ২০২৫) শিরোপা জেতানো বাবুল এবার ঘরোয়া আসরে ঢাকার দায়িত্বে।

চট্টগ্রাম বিভাগ
দলের দায়িত্বে থাকছেন মাহবুব আলী জ্যাকি। স্থানীয় ক্রিকেট উন্নয়নে দীর্ঘদিন কাজ করে আসা এই কোচ প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সিলেট বিভাগ
সিলেটের কোচ হিসেবে থাকছেন সাবেক জাতীয় ক্রিকেটার রাজিন সালেহ। বয়সভিত্তিক দল গঠন ও খেলোয়াড় প্রস্তুতিতে তার রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা।

রাজশাহী বিভাগ
এই দলের কোচের দায়িত্ব পেয়েছেন আব্দুল করিম জুয়েল। রাজশাহী অঞ্চলের ক্রিকেট কাঠামোর সঙ্গে দীর্ঘদিনের সংশ্লিষ্টতা রয়েছে তার।

বরিশাল বিভাগ
দলের কোচ হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করা এই ব্যাটার এখন কোচিং পেশায় নিয়মিত। বিপিএলেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন তিনি।

খুলনা বিভাগ
খুলনার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তুষার ইমরান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারের বেশি রান করা এই অভিজ্ঞ ব্যাটার অবসরের পর কোচ হিসেবে বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিতে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

রংপুর বিভাগ
দলের কোচ হিসেবে থাকছেন সাইফুল ইসলাম খান, যিনি স্থানীয় ও জেলা পর্যায়ে দীর্ঘদিন ধরে কোচিং করিয়ে আসছেন।

ঢাকা মেট্রো
দলের দায়িত্বে থাকছেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন। কোচিং পেশায় যুক্ত নাজমুল এবার ঢাকা মেট্রোর প্রধান কোচ হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। তবে জানা গেছে, এই আসরের পর ঢাকা মেট্রো দলটি আর অংশ নেবে না।

এমআই