
অস্ট্রেলিয়ায় ৩৭ রানের জয় পেল বাংলাদেশ ‘এ’ দল
খেলা ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ২০:৪১
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার ডারউইনে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। স্থানীয় দল ডিআই একাদশের বিপক্ষে ব্যাটসম্যানদের নৈপুণ্যে বড় সংগ্রহ পায় টাইগাররা। দুই বাঁহাতি স্পিনারের তাণ্ডবে শেষ পর্যন্ত ৩৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
ডারউইনে আজ সোমবার শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রান করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ১৪৪ রানে থামে ডিআইয়ের ইনিংস। তাতে চূড়ান্ত পর্বে নামার আগে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে নুরুল হাসান সোহানের দল।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন ধ্রুব। ৩৩ বলের ইনিংসে ৩ চার ও ১টি ছক্কা মারেন বাহাতি ব্যাটসম্যান। ১ চার, ২ ছক্কায় ২৯ বলে ৩৬ রান করেন মোহাম্মদ নাঈম শেখ। ৪ চারে ১৬ বলে ৩০ রান আসে ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নামার আগে বাংলাদেশের ভালো প্রস্তুতি #BangladeshCricket
Posted by Khela.com on Monday, August 11, 2025
ব্যাট হাতে ব্যর্থ হন জিসান আলম (৪) ও সাইফ হাসান (০)। অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ১৫ বলে ১৩ রান। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ১১ বলে ১৩ রান করে আউট হন।
পরে রান তাড়ায় বাংলাদেশের বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বির স্পিন বিষে নীল হয় ডিআই একাদশের ব্যাটিং। ৪ ওভারে ২৫ রান খরচায় ২ উইকেট নেন রকিবুল। অলরাউন্ডার রাব্বি ২৮ রানে নেন ৩ উইকেট।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আগামী ১৪ আগস্ট নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে টাইগাররা। ১৬ অগাস্ট নেপাল, ১৭ অগাস্ট পার্থ স্কর্চার্স, ১৯ অগাস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ অগাস্ট মেলবোর্ন স্টারস ও ২৩ অগাস্ট নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের মুখোমুখি হবে বাংলাদেশ।
এমআই