বিশ্বকাপে খেলে কত আয় করলেন জ্যোতিরা?
খেলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ২১:৩৩
দারুণ সূচনা, এরপর পরাজয়ের বেষ্টনী—এভাবেই শেষ হলো বাংলাদেশের নারী দলের ওয়ানডে বিশ্বকাপ অভিযান। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত গ্রুপ পর্বেই থেমে যেতে হয় নিগার সুলতানা জ্যোতিদের। তবে মাঠে যতই আফসোস থাকুক, বিশ্বকাপ শেষে হাতে এসেছে পুরস্কারের টাকাও।
চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে মোট ৭ ম্যাচ। এর মধ্যে একটিতে জয়, পাঁচটিতে পরাজয় আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। টেবিলের সাতে থেকে টুর্নামেন্ট শেষ করেছে টাইগ্রেসরা। বাংলাদেশের নিচে ছিল জ্যোতিদের কাছে হেরে যাওয়া পাকিস্তান।
গ্রুপ পর্বে একটি জয় পাওয়ায় বাংলাদেশ দল পাচ্ছে ৪১ লাখ ৫৬ হাজার টাকা। এর সঙ্গে অংশগ্রহণকারী দল হিসেবে নির্ধারিত প্রাইজমানি ৩ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ, এই দুই মিলিয়ে ওয়ানডে বিশ্বকাপ থেকে অংশগ্রহণকারী হিসেবে ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা পাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টুর্নামেন্টে বাংলাদেশের বৃষ্টিতে একটি ম্যাচ ভেস্তে গেছে। হিসাব মোতাবেক, তাতে উইনিং বোনাসের অর্ধেক পাবে জ্যোতিরা। যা বাংলাদেশি মুদ্রায় ২২ লাখ টাকার মতো। তাতে সব মিলিয়ে সপ্তম স্থানে টুর্নামেন্ট শেষ করা জ্যোতিরা পাচ্ছে ৩ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার টাকা।
তবে মাঠে সেরা না হলেও, বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা ছিল জ্যোতি-সালমাদের চোখে মুখে। প্রাইজমানির চেয়েও বড় প্রাপ্তি হয়তো সেই অভিজ্ঞতা, যা ভবিষ্যতের লড়াইয়ে তাদের আরও শক্ত করবে।
এমআই