Advertisement
Us Bangla Airlines
আইসিইউতে শ্রেয়াস আইয়ার

আইসিইউতে শ্রেয়াস আইয়ার

খেলা ডেস্ক

২৭ অক্টোবর ২০২৫, ২০:৩৯

খেলার মাঠে সাহস দেখাতে গিয়ে বড় ধাক্কা খেলেন ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাঁজরে চোট পেয়ে তিনি এখন সিডনির এক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েছে বলে জানিয়েছে পিটিআই।

সিরিজের শেষ ম্যাচে অ্যালেক্স ক্যারির এক চমকপ্রদ ক্যাচ ধরতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে এসে ঝাঁপ দেন আইয়ার। মুহূর্তের সেই দৃশ্য মাঠে করতালি কুড়ালেও, পরক্ষণেই শুরু হয় যন্ত্রণার গল্প। ড্রেসিংরুমে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘গত দুই দিন ধরে শ্রেয়াস আইসিইউতে আছেন। পরীক্ষায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েছে। সংক্রমণ ঠেকাতে অন্তত এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।’

বোর্ডের মেডিকেল টিম জানিয়েছে, আইয়ারের বিষয়টি গুরুতর হলেও অবস্থার স্থিতি এখন নিয়ন্ত্রণে। চিকিৎসক ও ফিজিও কোনো ঝুঁকি না নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেন। সৌভাগ্য যে দ্রুত পদক্ষেপ নেওয়া গিয়েছিল।

মানসিকভাবে দৃঢ় শ্রেয়াস এখন সুস্থতার পথে এগোচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিন সপ্তাহ বিশ্রামেই ফিরতে পারবেন মাঠে। তবে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে বিশ্রামের সময় আরও বাড়তে পারে। অন্তত এক সপ্তাহ তাকে সিডনিতেই থাকতে হবে, তারপরই ভারতে ফেরার সম্ভাবনা।

এমআই