একাই ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন কিং!
খেলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ২১:২৫
উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যালানা কিং। ইন্দোরে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতো জাদুকরি বোলিং করে একাই ৭ উইকেট শিকার করেছেন এই স্পিন অলরাউন্ডার। নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথমবার কোনো বোলারের এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি।
দ্বাদশ ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই উইকেট পান কিং। এরপর শুরু হয় তার উইকেট শিকারের উৎসব। দক্ষিণ আফ্রিকার শেষ আট ব্যাটারের মধ্যে সাতজনকেই বিদায় করেন তিনি। সাত ওভারে দুই মেডেনসহ মাত্র ১৮ রান খরচায় ৭ উইকেট তুলে নিয়ে বিশ্বকাপ ইতিহাসে নাম লেখান কিং।
এর আগে নারী ওয়ানডে বিশ্বকাপে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের জ্যাকি লর্ডের, যিনি ১৯৮২ সালে ভারতের বিপক্ষে ১০ রানে ৬ উইকেট নিয়েছিলেন। কিং সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়লেন।
নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি মাত্র সপ্তমবারের মতো কোনো বোলারের ইনিংসে ৭ উইকেট নেওয়া। অস্ট্রেলিয়ার হয়ে এর আগে দুইজন এমন কীর্তি গড়েছিলেন—এলিস পেরি ও লিসা সাদারল্যান্ড। এবার তৃতীয় বোলার হিসেবে সেই তালিকায় যোগ দিলেন অ্যালানা কিং।
কিংয়ের ঘূর্ণি জাদুতে মাত্র ২৪ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া জয় পায় ৭ উইকেট ও ১৯৯ বল হাতে রেখে। এই জয়ে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এমআই