Advertisement
Us Bangla Airlines
রিজওয়ানের অধিনায়কত্ব হারানোর কারণ তবে এই!

রিজওয়ানের অধিনায়কত্ব হারানোর কারণ তবে এই!

খেলা ডেস্ক

২১ অক্টোবর ২০২৫, ১৮:৩৮

পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব যেন সুনির্দিষ্ট কোনো জায়গা নয়। এটা যেন এক রকিং চেয়ার, যেখানে একবার ওঠা মানেই বারবার নড়াচড়া! সেই চিরচেনা দোদুল্যমান ধারাবাহিকতায় এবার ছিটকে গেলেন মোহাম্মদ রিজওয়ান। অনেকটা আচমকাই ওয়ানডে দলের নেতৃত্ব হারালেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার। 

রিজওয়ানের জায়গায় পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক হলেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে রিজওয়ানের সরিয়ে দেওয়া নিয়ে যেভাবে কথা উঠছে, তাতে ঘটনা শুধুই ক্রিকেটীয় সিদ্ধান্তের গণ্ডিতে সীমাবদ্ধ নেই বলেই মনে হচ্ছে। আর সেই অভিযোগের কেন্দ্রে সাবেক পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফ। 

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চলছে। এটা যেন রাজনীতির প্রতিচ্ছবি—যেখানে বিভাজনই ক্ষমতা টিকিয়ে রাখার প্রধান কৌশল।’ শুধু অভিযোগেই থেমে থাকেননি রশিদ লতিফ। পোস্টের সঙ্গে তিনি একটি ছবিও জুড়ে দেন, যাতে রিজওয়ানের চেহারার ওপর বসানো ফিলিস্তিনের পতাকা।

ইঙ্গিতটা স্পষ্ট—ফিলিস্তিনের পক্ষে সরব অবস্থানই কি রিজওয়ানকে কোচ ও কর্তাদের বিরূপ দৃষ্টিতে ফেলেছে? এমন প্রশ্ন আরও জোরালো হয়েছে কারণ—রিজওয়ান বিগত কয়েক মাস ধরেই সোচ্চার ছিলেন গাজা ও ফিলিস্তিন সংকট নিয়ে। খেলার বাইরেও তিনি একাধিকবার প্রকাশ্যে সংহতি জানিয়েছেন ফিলিস্তিনিদের প্রতি।

তবে পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ রাজনীতিতে এমন অবস্থান কীভাবে দেখা হয়েছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য নেতৃত্ব পরিবর্তনের কোনো নির্দিষ্ট কারণ জানায়নি। গতকাল (সোমবার) রাতে এক বিবৃতিতে তারা শুধু জানিয়েছে, ‘শাহিন আফ্রিদি হচ্ছেন নতুন ওয়ানডে অধিনায়ক।’

ইএসপিএন ক্রিকইনফোর খবরে উঠে এসেছে—ইসলামাবাদে নির্বাচক কমিটি ও সাদা বলের কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকটি নাকি আহ্বান করেন স্বয়ং হেসন নিজেই, যিনি নাকি রিজওয়ানের নেতৃত্ব নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না।

রশিদ লতিফ এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না। বরং তিনি তুলে ধরেছেন পাকিস্তানের অধিনায়ক বদলের ভয়াবহ পরিসংখ্যান। জানালেন, মাত্র ১৯ মাসে ৯ বার বদলানো হয়েছে অধিনায়ক। কোনো ধারাবাহিকতা নেই, নেই কোনো সুস্পষ্ট নীতিও। পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব যেন সেই রকিং চেয়ার।

এমআই