
সিরিজের বাকি দুই দিন, এখনও দেশে সৌম্য!
খেলা ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬
এশিয়া কাপ শেষ হলেও বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। আগামী ২ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে। সিরিজের তিন ম্যাচের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। কিন্তু সিরিজ শুরুর মাত্র দুই দিন বাকি থাকলেও এখনো দলের সঙ্গে যোগ দেননি বদলি ক্রিকেটার সৌম্য সরকার।
চোটের কারণে এই সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। স্কোয়াডে লিটনের জায়গা পান সৌম্য সরকার। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটার।
সিলেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজ (৩০ সেপ্টেম্বর) সৌম্যকে স্থানীয় মাঠে অনুশীলন করতে দেখা গেছে। বিসিবি সূত্র বলছে, আজ বা আগামীকালকের মধ্যে তার ভিসা ইস্যু হয়ে গেলে সৌম্য দ্রুতই দুবাইয়ের ফ্লাইট ধরবেন। তবে সময় যত গড়াচ্ছে, সিরিজের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা।
সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২, ৩ ও ৫ অক্টোবর—সবকটিই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। সৌম্য যদি একেবারে শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দেন, সেক্ষেত্রে ম্যাচ ফিটনেস ও প্রস্তুতি নিয়েও থাকতে পারে প্রশ্ন। এদিকে বিসিবির তরফ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এমআই