Advertisement
Us Bangla Airlines
২৪ মিনিটেই শেষ ১৯ হাজার টিকিট!

২৪ মিনিটেই শেষ ১৯ হাজার টিকিট!

খেলা ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০

মাত্র আধ ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেল বাংলাদেশ-হংকং এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের টিকিট। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ম্যাচের সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজ টিকিট মিলিয়ে মোট ১৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। বিকেলে বাফুফের কম্পিটিশন কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।

বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আমরা যে সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজের টিকিটগুলো ছেড়েছিলাম, তা সবই বিক্রি হয়ে গেছে। বিক্রয় প্রক্রিয়ায় প্রায় ২৪ মিনিট লেগেছে। পেমেন্ট ফেলিউর বা অন্যান্য কারণে হয়তো আরো ৫-৬ মিনিট সময় লেগেছে। সব মিলিয়ে আধ ঘণ্টার মধ্যে টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।’

জাতীয় স্টেডিয়ামে গ্যালারির আসন সংখ্যা ১৮ হাজার এবং ক্লাব হাউজের ১ হাজার আসন রয়েছে। এত কম সময়ে ১৯ হাজার টিকিট বিক্রি হওয়া বেশ চমকপ্রদ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাজওয়ার আরও জানান, ‘এটি অবশ্যই ভালো সংবাদ। অনলাইনে গ্রাহকদের টিকিট গ্রহণ প্রক্রিয়া খুবই সুষ্ঠু হয়েছে। আমরা চাই কেউ যদি কোনো অনিয়ম দেখতে পান, তা আমাদের জানান, আমরা তদন্ত করব।’

এর আগে সিঙ্গাপুর ম্যাচে উগান্ডা থেকে টিকিট কেনার ঘটনা ঘটেছিল। এবার দেশের বাইরে কোন কোন দেশ থেকে টিকিট কেনা হচ্ছে সে বিষয়ে তাজওয়ার জানান, ‘এখন পর্যন্ত বাংলাদেশ ও জার্মানি থেকে সবচেয়ে বেশি টিকিট কেনা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত তথ্য আমরা শেয়ার করব।’

আসন্ন ম্যাচের জন্য এই উন্মাদনা ও চাহিদা থেকে স্পষ্ট, ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ এবং ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। তবে মাত্র ২৪ মিনিটেই ১৯ হাজার টিকিট বিক্রি সমর্থক, সংশ্লিষ্টদের বেশ অবাকই করেছে। এর মাঝে কোনো কালোবাজারি ছিল কি না, এটাই এখন দেখার বিষয়।

এমআই