
দুইবার ব্যাট করেও ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
খেলা ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ১৬:০৩
দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চারদিনের টেস্ট ম্যাচে বাজেভাবে হারলো বাংলাদেশ ‘এ’ দল। প্রতিপক্ষের রান চাপায় পড়ে ম্যাচের তৃতীয় দিনেই ইনিংস ও ১২ রানের ব্যবধানে পরাজিত হয়েছে ইয়াসির-অঙ্কণরা। তাতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের পর চারদিনের ম্যাচেও হতাশা নিয়ে দেশে ফিরবে টাইগাররা।
ডারউইনে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে মাত্র ৩৪.৫ ওভারে ১১৪ রান করে অলআউট হয়ে যায়। বাংলাদেশ দলের হয়ে একমাত্র ২৭ বল খেলে সর্বোচ্চ ২৭ রান করেন ১১ নম্বর ব্যাটার মোহাম্মদ এনামুল হক। এরপর দক্ষিণ অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১০০.৪ ওভার ব্যাট করে ৩৮০ রান সংগ্রহ করে।
স্বাগতিক দলের পক্ষে জেসন সাঙঘা ২৩৫ বল খেলে সর্বোচ্চ ১৪৩ রান করেন। বাংলাদেশ ‘এ’ দলের মোহাম্মদ এনামুল হক, হাসান মুরাদ নিয়েছেন তিনটি করে উইকেট।
২৬৬ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও দিনের শেষদিকে কিছুটা উন্নতি হয় বাংলাদেশের। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৩ ওভারে ৩ উইকেটে ১০৬ রান সংগ্রহ করে টাইগাররা। তৃতীয় দিন শুরু হলে নবম ওভারের মধ্যেই প্রথম উইকেট হারায় সফরকারী দল।
৪৯ রান করা শাহাদাত হোসেন দীপু ফিরে যান হ্যারি থর্নটনের বলে। ইয়াসির আলি রাব্বি কিছুটা সময় কাটালেও ৩৬ রান করে ফিরে যান। এরপর অধিনায়ক অঙ্কন এবং নাঈম হাসান ষষ্ঠ উইকেট জুটিতে ৪৮ রান যোগ করেন। কিন্তু নাঈম ২২ রান করে এলবিডব্লিউ হন। এরপর ২৩ রানের মধ্যে তারা আরও ৪ উইকেট হারিয়ে বসে।
শেষে হাসান মাহমুদ এবং হাসান মুরাদ চেষ্টা করলেও ইনিংস পরাজয় রোধ করতে পারেননি। তাদের ৪৮ রানের জুটির পর বাংলাদেশ 'এ' দল ৮৩.৩ ওভারে ২৫৪ রান করে অলআউট হয়ে যায়। এতে ইনিংস ও ১২ রানের ব্যবধানে পরাজয় নিশ্চিত হয়। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জর্ডান বাকিংহাম।
এমআই