Advertisement
Us Bangla Airlines
চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারাল বাংলাদেশ

চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারাল বাংলাদেশ

খেলা ডেস্ক

৩০ আগস্ট ২০২৫, ১৬:৩৩

এশিয়া কাপ হকির দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে পরাজিত করে জয় লাভ করেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে প্রথম ম্যাচের ১-৪ ব্যবধানে মালয়েশিয়ার কাছে পরাজয়ের পর নিজেদের অবস্থান শক্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিহারের রাজগিরে অনুষ্ঠিত এ ম্যাচে বাংলাদেশ দলের আক্রমণভাগ ছিল একেবারে অপ্রতিরোধ্য। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ দলের মোহাম্মদ আব্দুল্লাহ ৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। তবে, চাইনিজ তাইপে ১০ এবং ১৮ মিনিটে পরপর দুটি গোল করে ম্যাচে লিড নিয়ে নেয়। কিন্তু ২৬ মিনিটে বাংলাদেশ সমতা ফেরায়, যা ছিল একটি ফিল্ড গোল।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ দল পুরোপুরি দখলে নেয়। সোহানুর রহমান সবুজ ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর রাকিবুল ইসলাম ৪২ মিনিটে জোড়া গোল করে চাইনিজ তাইপের জয়ের স্বপ্নকে শেষ করে দেন। তিন মিনিট পর আশরাফুল ইসলামও পেনাল্টি কর্নার থেকে গোল করেন, যা বাংলাদেশকে ৬-২ ব্যবধানে এগিয়ে দেয়।

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল উপহার দেন। ম্যাচের শেষ মুহূর্তে, ৫৮ মিনিটে আশরাফুল ইসলাম দলের অষ্টম গোলটি করেন। চাইনিজ তাইপে শেষ পর্যন্ত ৬০ মিনিটে তৃতীয় গোলটি করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমায়।

এখন বাংলাদেশের নজর পরবর্তী ম্যাচে, যেখানে তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুখোমুখি হবে। এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে এই গুরুত্বপূর্ণ লড়াইটি অনুষ্ঠিত হবে আগামী পরশু।

এমআই