
শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে হারাল বাংলাদেশ
খেলা ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ২০:০৮
হংকংয়ের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলার ছেলেরা। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে লঙ্কানদের ১৩-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ দল। অধিনায়ক মোহাম্মদ আবদুল্লাহ চার গোল করে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।
বাংলাদেশ তিনটি গোলই দিয়েছে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে, মাত্র তিন মিনিটের ব্যবধানে। ২৮ মিনিটে আইরিন রিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন কনা আক্তার। ওই মিনিটেই নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন কনা।
ছেলেদের ম্যাচে এক হালি গোল করেন অধিনায়ক মোহাম্মদ আবদুল্লাহ। হ্যাটট্রিক করেন ইসমাইল হোসেন। আগের ম্যাচের ম্যাচসেরা খেলোয়াড় দ্বীন ইসলাম পান জোড়া গোল। সাজেদুলও করেন দুই গোল। আর একটি করে গোল পান আহমেদ বিশাল ও মোহাম্মদ মেহেদী।
বাংলাদেশ প্রথম কোয়ার্টারে ৩টি, দ্বিতীয় কোয়ার্টারে চারটি, তৃতীয় কোয়ার্টারে একটি ও শেষ কোয়ার্টারে চারটি করে গোল আদায় করে নেয়। সবমিলিয়ে শ্রীলঙ্কার জালে মোট ১৩ বার বল জড়িয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। তাতে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পুল ‘এ’র শীর্ষে অবস্থান করছে লাল-সবুজের দল।
এমআই