
ক্রিকেটে বাড়ছে ব্যস্ততা, জুনেই অনুশীলনে নামছে তিন দল
খেলা ডেস্ক
০৮ জুন ২০২৫, ২০:০২
ঈদুল আজহা শেষ না হতেই মাঠে ফিরছে ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আগামীকাল সোমবার মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে মুশফিক-শান্তরা। একই ভেন্যুতে অনুশীলন করবে বাংলাদেশ নারী দলও। আগামী শনিবার (১৪ জুন) মিরপুরে অনুশীলন শুরু করবে জ্যোতিরা।
চলতি মাসেই আট বছর পর পূর্ণাঙ্গ সফরে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে এবাদত-খালেদরা। দেশ ছাড়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে কয়েকদিনের অনুশীলন ক্যাম্প করবে ফিল সিমন্সের শিষ্যরা। অনুশীলনে বাংলাদেশের সকল কোচিং স্টাফ উপস্থিত থাকবেন।
পুরুষ জাতীয় দল শ্রীলঙ্কা পাড়ি জমাতেই মিরপুর স্টেডিয়াম দখল করবে বাংলাদেশ নারী দল। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চাই বিসিবি। ফলে আগামী ১৪ জুন শনিবার থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল।
নারী দলের ম্যানেজার গোলাম ফাইয়াজ বলেন, ‘১৪ তারিখ থেকে একটা অনুশীলন ক্যাম্প শুরু হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এখন থেকে বিশ্বকাপকে সামনে রেখেই অনুশীলন করা হবে। এই মাস পর্যন্ত চলবে এই ক্যাম্প। কোচিং স্টাফের সকল সদস্য থাকবে ক্যাম্পে।’
একই মাসে অনুশীলনে নামছে যুবা ক্রিকেটারেরা। তারা অবশ্য সিলেট স্টেডিয়ামে নিজেদের অনুশীলন সারবে। সূত্র বলছে, প্রোটিয়া সিরিজকে সামনে চলতি মাসের ২০ তারিখ থেকে সিলেটে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ যুব দল। শুরুর দুই দিন হবে ফিটনেস ট্রেনিং। এরপর অনুশীলন ক্যাম্প আগামী ৩ তারিখ পর্যন্ত চলবে।
আগামী ২২ জুন দলের সঙ্গে যোগ দিবেন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজ। ২১ ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ক্যাম্প শেষ ঢাকায় ফিরবে বাংলাদেশ।
ঢাকায় ফিরে আগামী ৬ জুলাই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশত্যাগ করবে আজিজুল তামিমের দল। সেখানে পৌঁছে আফ্রিকা যুবা দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে যুবা টাইগাররা। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল। সেখানে আফ্রিকা এবং জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।
এমআই