
এমন রেকর্ড হয়তো কল্পনাও করেননি রেকর্ডবয় সাকিব
খেলা ডেস্ক
২৪ মে ২০২৫, ১৮:১৪
রেকর্ডের বরপুত্র হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে পরিচিত সাকিব আল হাসান। খেলতে নামলেই নতুন করে রেকর্ড গড়া যেন সাকিবের নিত্যকার কাজ। ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করা সাকিব লম্বা সময় ছিলেন ক্রিকেটের বাইরে। অবশেষে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে বাইশ গজে ফিরেছেন তিনি।
পিএসএলে লাহোরের জার্সিতে খেলতে নেমে প্রথম ম্যাচেই শূন্য রানে আউট হয়েছিলেন সাকিব। দ্বিতীয় ম্যাচে ব্যাটে নামার আগেই জিতে যায় তার দল। তবে তৃতীয় ম্যাচে ইনিংসের শেষ ওভারে ব্যাটিংয়ে নেমেছিলেন টাইগার পোস্টারবয়। কিন্তু ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এদিনও শূন্য রানে ফিরেছেন তিনি।
পিএসএলে টানা দুই ইনিংসে শূন্য রানে আউট হওয়া সাকিব নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন তার। অপ্রত্যাশিত এই রেকর্ডে নাম লেখাতে সৌম্য সরকারকে টপকেছেন সাকিব আল হাসান।
২৩৭ ম্যাচে ২৩২ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন সৌম্য। তবে ৪১০ ইনিংস খেলে ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন সাকিব। এই দুই ব্যাটারের পর সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড ইমরুল কায়েসের। ২২ বার ডাক মেরে আউট হয়েছেন তিনি।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড সুনীল নারাইনের। ক্যারিবিয়ান এই ক্রিকেটার ৩৫৮ ইনিংসে ৪৮ বার শূন্য রানে আউট হয়েছেন। এরপরই আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান ও ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। কুড়ি ওভারের ক্রিকেটে এই তিনজনই ৪০ বার শূন্য রানে আউট হয়েছেন।
এমআই