
পিএসএলে ২০ ঘণ্টার মধ্যেই দুই ম্যাচ খেলবেন সাকিবরা
খেলা ডেস্ক
২৩ মে ২০২৫, ১৭:১৫
ভারত-পাকিস্তান যুদ্ধে ভাগ্য খুলেছে সাকিবের। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষবেলায় ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। লাহোর কালান্দার্সের জার্সিতে ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছেন বাংলাদেশের পোস্টার বয়। সবশেষ গতকাল করাচি কিংসের বিপক্ষে প্লে-অফ ম্যাচে বল হাতে অবদান রেখেছিলেন সাকিব।
লাহোরের দ্বিতীয় কোয়ালিফায়ারে ওঠার ম্যাচে অবশ্য এক ওভার বল করতে পেরেছিলেন সাকিব। যেখানে চার রান খরচায় তুলেছেন জেমস ভিন্সের মূল্যবান উইকেট। করাচির বিপক্ষে শাহিনরা গতকাল জয়ের দেখা পাওয়ায় আজ আবার মাঠে নামতে হচ্ছে তাদের। দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোরের প্রতিপক্ষ ইসলামাবাদ।
আগের ম্যাচে জয় পাওয়ায় ইসলামাবাদের বিপক্ষে উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে শাহিন আফ্রিদির দল। ফলে শাদাব খানদের বিপক্ষে নিশ্চিতভাবেই একাদশে থাকবেন সাকিব আল হাসান। তাতে নতুন এক গল্পের সাক্ষী হবেন সাকিব। মাত্র ২০ ঘণ্টা ৩৫ মিনিটের মধ্যে দুই ম্যাচ খেলবেন এই ক্রিকেটার।
লাহোরের স্কোয়াডে বর্তমানে তিনজন বাংলাদেশি ক্রিকেটার খেলছেন। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে একাদশে পরিবর্তন আসলে দলে জায়গা পেতে পারেন আরেক বাংলাদেশি। তাতে একজন পেসার কমিয়ে মেহেদি মিরাজ বা রিশাদ হোসেনকে খেলাতে পারে শাহিন আফ্রিদির দল।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএলের সূচিতে পরিবর্তন এসেছে। ফলে প্লে-অফের ম্যাচের আগে কোনো বিরতি পাচ্ছে না সাকিব-মিরাজের লাহোর কালান্দার্স। আগামী ২৫ মে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৮ মে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান দল।
এমআই