
এবার পিএসএলে দল পেলেন সাকিব আল হাসান
খেলা ডেস্ক
১৪ মে ২০২৫, ২০:২৮
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ বেলায় দল পেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে পিএসএলে দুইবারের শিরোপা জয়ী দল লাহোর কালান্দার্স। আজ বুধবার টাইগার অলরাউন্ডারের সঙ্গে আনুষ্ঠানিকতা সেরেছে লাহোর। বিষয়টি সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে।
গত ১৩ জানুয়ারি পিএসএলের দশম আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। সেখানে ডায়মন্ড ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু ড্রাফটের সময় তার বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকায় সাকিবকে দলে ভেড়ায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে বর্তমানে বোলিংয়ের ত্রুটি থেকে মুক্ত হওয়ায় সাকিবকে দলে টেনেছে লাহোর।
সূত্র জানায়, পিএসএলের বাকি অংশে খেলার জন্য সাকিবকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। তবে কারো বদলি হিসেবে নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি। দলটিতে বিদেশি স্পিন অলরাউন্ডার হিসেবে বর্তমানে খেলছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। আগামী ২২ মে একমাত্র টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।
প্রায় দুই দশক পর উভয় দল সাদা পোশাকে মুখোমুখি হবে। সেই ম্যাচের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। যেখানে সিকান্দার রাজার নাম রয়েছে। ধারণা করা হচ্ছে, সিকান্দার রাজার বদলি হিসেবে সাকিবকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এছাড়া দলটির বাকি দুই বিদেশি অলরাউন্ডার ড্যারিল মিচেল ও টম কারানের পিএসএলে না ফেরার সম্ভবনা রয়েছে। তাদের পরিবর্তে জায়গা পেতে পারেন সাকিব।
এদিকে লাহোর কালান্দার্সের হয়ে ইতোমধ্যে ৫টি ম্যাচ খেলেছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। সব ঠিক থাকলে প্রথমবারের মতো পিএসএলে দুই বাংলাদেশিকে এক দলে একত্রে দেখা যাবে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এর আগে ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৬.৩৬ গড়ে করেছেন ১৮১ রান, স্ট্রাইক রেট ১০৭.১৪। বল হাতে ৭.৩৯ ইকোনোমিতে ৮টি উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার। ২০১৭ সালে পেশোয়ারের হয়ে শিরোপা জিতেছেন তিনি।
উইকেট সংখ্যায় সম্প্রতি সাকিবকে ছাড়িয়েছেন রিশাদ। এবার নিজের জায়গা পুনরুদ্ধার করতে আবার পিএসএলের মাঠে নামছেন সাকিব।
এমআই