Advertisement
Us Bangla Airlines
পিএসএলের ড্রাফটে নাম লেখালেন সাকিব

পিএসএলের ড্রাফটে নাম লেখালেন সাকিব

খেলা ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৪, ২৩:২১

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের জন্য ড্রাফটে নাম দিয়েছেন সাকিব আল হাসান। আগামী ১১ জানুয়ারি টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানের আগেই ক্রিকেটারদের নাম চূড়ান্ত করছে  পিএসএল কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে নিলামে নিবন্ধন করেছেন সাকিব আল হাসান। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজ বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে সাকিবের একটি ভিডিও প্রকাশ করেছে পিএসএল। যেখানে ক্যাপশনে লেখা হয়, ‘বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন।’ 

পিএসএলে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে এখন পর্যন্ত তিন আসর খেলেছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে টুর্নামেন্টটিতে ১৩ ইনিংসে করেছেন ১৮১ রান, বল হাতে নিয়েছেন ৮টি উইকেট। ২০১৭ সালে তিনি পেশোয়ারের হয়ে শিরোপা জিতেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিবের আগে পিএসএলের ড্রাফটে নাম জমা দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রায় ছয় বছর পর পিএসএল ড্রাফটে নাম দিলেন তিনি। গতবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজকে মেগা নিলাম থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়ায়নি। ফলে আইপিএলে দল না পাওয়া তারকারা পিএসএলে দল পাবেন বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে মোস্তাফিজের দল পাবার প্রবল সম্ভাবনা রয়েছে।

পিএসএলে খেলার অভিজ্ঞতা অবশ্য মোস্তাফিজের আগেই হয়েছে। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি। শিকার করেছেন ৪ উইকেট।

এমআই