Advertisement
Us Bangla Airlines
থাইল্যান্ডের বিপক্ষে জয় পেল না ঋতুপর্ণারা

থাইল্যান্ডের বিপক্ষে জয় পেল না ঋতুপর্ণারা

খেলা ডেস্ক

২৪ অক্টোবর ২০২৫, ১৮:৩২

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। সেই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলছে ঋতুপর্ণারা। আজ ব্যাংককে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধেই ১ গোলে পিছিয়ে পড়ে সফরকারী বাংলাদেশ। বিরতির পর আরও দুটি গোল হজম করে ৩-০ ব্যবধানে হার মানতে হয় লাল-সবুজদের। ফিফা স্বীকৃতিপ্রাপ্ত এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ক্লোজড ডোরে— অর্থাৎ দর্শকবিহীনভাবে। সরাসরি সম্প্রচার না থাকায় বাংলাদেশের সমর্থকেরা ম্যাচটি দেখতে পারেননি।

বাফুফের মিডিয়া বিভাগ ফল জানালেও গোলদাতা বা সময় সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে এক যুগ পর থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দল খেলতে নেমেও পরাজয়ের বৃত্ত ভাঙতে পারেনি। ২০১৩ সালের এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিপক্ষের কাছে ৯-০ ব্যবধানে হেরেছিল তারা। এবার ব্যবধান কিছুটা কমলেও জয় আসেনি।

থাইল্যান্ড নারী এশিয়া কাপে নিয়মিত অংশগ্রহণকারী দল হলেও এবার ভারতের কাছে হেরে আসরটি মিস করেছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৫৩, আর বাংলাদেশের ১০৪। তবে বাংলাদেশ নারী ফুটবলের জন্য এটি ঐতিহাসিক সময়— প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা-আফিদারা।

বাংলাদেশের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর ব্যাংককেই।

এমআই