Advertisement
Us Bangla Airlines
ওয়ানডেতে সর্বোচ্চ রান করেও কেন টি-টোয়েন্টিতে নেই সৌম্য?

ওয়ানডেতে সর্বোচ্চ রান করেও কেন টি-টোয়েন্টিতে নেই সৌম্য?

খেলা ডেস্ক

২৪ অক্টোবর ২০২৫, ২০:২৯

ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলে তখন হয়তো ডাগ আউটে বিশ্রাম নিচ্ছেন সৌম্য সরকার। এর মাঝেই টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি রান করেও বিশ ওভারের সিরিজে জায়গা পাননি তিনি। 

সবশেষ টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ছিলেন স্কোয়াডে। কিন্তু ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাত সফরে যেতে পারেননি, মাঠে নামার সুযোগও হয়নি। এবার যখন দল ঘোষণা হলো, জায়গা পেলেন না স্কোয়াডেই। প্রশ্ন ওঠা স্বাভাবিক—না খেলেই বাদ পড়লেন কেন সৌম্য?

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন অবশ্য ব্যাখ্যা দিলেন একদম স্পষ্টভাবে। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে লিটন দাস চোটে পড়ায় স্ট্যান্ডবাই থেকে সৌম্যের সুযোগ হয়েছিল দলে। এখন লিটন ফিরেছে, তাই সৌম্য নেই। এটা স্বাভাবিক প্রক্রিয়া।’

টি–টোয়েন্টিতে বাংলাদেশের শুরুর ব্যাটারদের সাম্প্রতিক পারফরম্যান্সও নির্বাচকদের আত্মবিশ্বাসী করেছে। পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসানের জুটি ধারাবাহিক না হলেও দলের বাস্তবতায় খারাপ করছেন না। বরং এই বছর তাঁরা গড়েছেন নতুন রেকর্ড—এখন পর্যন্ত শুরুর জুটিতে দুজন মিলে ৪৭০ রান, যা এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সফলতম ওপেনিং জুটি। 

কখনও প্রতিপক্ষ বা ইনজুরি বিবেচনায় জুটিতে পরিবর্তন এলেও বিকল্প আছে হাতে। পারভেজ–তানজিদের বাইরে ওপেন করতে পারেন সাইফ হাসান। আর লিটন দাসও প্রস্তুত তিন বা চার নম্বর পজিশনে। ফলে নির্বাচকদের কাছে সৌম্যর প্রয়োজনীয়তা খুব একটা অনুভূত হয়নি।

অভিজ্ঞ এই ব্যাটসম্যানের টি–টোয়েন্টি দলে ফেরার অপেক্ষা তাই আরও দীর্ঘ হচ্ছে। পরিসংখ্যানও সৌম্যর বিপক্ষে। ৮৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টপ অর্ডারে (১ থেকে ৩ নম্বর) ৭১ ইনিংস ব্যাট করে তাঁর রান মাত্র ১ হাজার ২৯১। টপ অর্ডারে অন্তত ৭০ ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে এটি বিশ্ব ক্রিকেটে সবচেয়ে কম রান।

এমআই