
সোহান থাকতে জাকের কেন কিপার, প্রশ্ন সাবেক ক্রিকেটারদের
খেলা ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ১৫:২৪
এশিয়া কাপে বাজে কিপিং এবং ব্যাট হাতে রানখরায় সমালোচিত হয়েছিলেন জাকের আলী অনিক। আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজেও ছিল তার কিপিং নিয়ে প্রশ্ন। এবার জাতীয় দলের সাবেক দুই পেসার রুবেল হোসেন ও শাহাদাত হোসেন রাজীব সরাসরি সমালোচনায় নাম লিখিয়েছেন।
ফেসবুকে রুবেল হোসেন বলেন, ‘আমি সত্যি অবাক হই! যেখানে নুরুল হাসান সোহানকে আমরা বাংলাদেশের অন্যতম সেরা উইকেটকিপার হিসেবে জানি—ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করে বিপিএল পর্যন্ত সে অসাধারণ কিপিং করেছে। আমি জাকের আলীকে দোষ দেব না, সেও ভালো কিপার, কিন্তু অভিজ্ঞতা আর মানের দিক থেকে সোহান অনেক এগিয়ে।’
এখানেই থামেননি রুবেল, টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেও বলেন, ‘এমন সিদ্ধান্তগুলো আসলে টিম ম্যানেজমেন্ট থেকেই আসে। আমার মনে হয় এই ছোট ছোট জায়গাগুলোতে যদি ম্যানেজমেন্ট একটু খেয়াল করে, তাহলে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সিনারিও বদলাতে পারে।’
শাহাদাত হোসেন রাজীব আরও কঠোর ভাষায় বলেন, ‘নুরুল হাসান সোহান এবং জাকের আলী দুজনেই উইকেটকিপার-ব্যাটসম্যান। কিন্তু জাকেরের থেকে সোহান সবদিক থেকে ভালো মানের খেলোয়াড়—কিপিং, ব্যাটিং, ফিল্ডিং, এমনকি অধিনায়কত্বেও। এরপরও অনেক ম্যাচে সোহানকে না খেলিয়ে জাকেরকে খেলানো হচ্ছে।’
জাকের আলীকে মূল একাদশে রাখারই যৌক্তিকতা দেখেন না সাবেক এই পেসার। রাজিব আরও বলেন, ‘আমি তো জাকেরকে মূল একাদশেই দেখিনা! সেখানে সোহান থাকতে তাকে অধিনায়ক করা হয় কীভাবে? আমার প্রশ্ন হচ্ছে, সে কি সোহানের থেকে ভালো কিপার? এই দায়ভার কার? কী হয় বাংলাদেশের ক্রিকেট বোর্ডে?’
সাবেক এই দুই ক্রিকেটারের মতে—সোহানের অভিজ্ঞতা, দক্ষতা এবং নেতৃত্বগুণ থাকা সত্ত্বেও তাকে দলে সুযোগ না দিয়ে জাকের আলীকে অধিনায়ক ও কিপার হিসেবে খেলানোয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।
এমআই