
১৩ বলে ২৩ রান করে যাদের যাদের কৃতিত্ব দিলেন সোহান
খেলা ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ১২:১৯
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে নুরুল হাসান সোহানের ১৩ বলে ২৩ রানের কার্যকর ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়েও জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন সোহান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘অবশ্যই টিম ম্যানেজমেন্টের প্রতি অনেক কৃতজ্ঞতা। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই নাফিস ভাই ও মুশতাক স্যারকে। অনেক দিন পর দলে ফিরেছি, চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। চেষ্টা করছি নিজের জায়গা থেকে সর্বোচ্চটা দিতে। টিম ম্যানেজমেন্টের সমর্থন অনেক সাহস দিয়েছে।’
সোহান আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে টপ চার ব্যাটার খুবই গুরুত্বপূর্ণ। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন গত কিছুদিন ধরে দারুণ খেলছে। ক্রিকেট আসলে টিম গেম—বোলিং, ব্যাটিং, ফিল্ডিং—সব একসাথে ঠিকঠাক চললে জয়ের সম্ভাবনাই বেশি।’
এদিন ম্যাচের পর অধিনায়ক জাকের আলি অনিকও তুলে ধরেন দলের সম্মিলিত প্রচেষ্টার চিত্র। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন ব্যাটিং ধস হতেই পারে। প্রতিপক্ষও দুর্দান্ত দল। তবে আমাদের ছেলেরা চেষ্টার কোনো ঘাটতি রাখেনি, সেটা দেখে ভালো লেগেছে। শুরুটা ভালো করেছিলাম, মাঝপথে কিছুটা ধস। তবে দিনশেষে জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ভবিষ্যতের প্রস্তুতির কথাও জানাতে ভোলেননি তিনি। জাকের বলেন, ‘ব্যাটিং-বোলিং—দুই জায়গাতেই উন্নতির সুযোগ আছে। বোলাররা এশিয়া কাপে ভালো করেছে, ধারাবাহিকভাবে ভালো খেলছে। যদিও আজ শেষদিকে কিছু রান দিয়ে ফেলেছি। তবে এই জয় দলকে আত্মবিশ্বাস দেবে। কালই মাঠে নেমে সিরিজ জয় নিশ্চিত করতে চাই।’
এমআই