Advertisement
Us Bangla Airlines
রাতে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন কোথায়?

রাতে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন কোথায়?

খেলা ডেস্ক

০২ অক্টোবর ২০২৫, ১৬:২১

এশিয়া কাপ শেষ হলেও এখনো দেশে ফেরেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতেই এবার নতুন মিশনে মাঠে নামছে টাইগাররা, প্রতিপক্ষ আফগানিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ আজ। ম্যাচ ঘিরে দেশজুড়ে ক্রীড়ামোদীদের আগ্রহ তুঙ্গে—সবার মুখে একটাই প্রশ্ন, খেলা দেখা যাবে কোথায়?

বাংলাদেশে খেলা সরাসরি সম্প্রচার করবে দুইটি টেলিভিশন চ্যানেল—টি স্পোর্টস এবং নাগরিক টেলিভিশন। পাশাপাশি অনলাইনে খেলা দেখতে পারবেন মোবাইল বা ইন্টারনেট ব্যবহারকারীরা। সে জন্য চোখ রাখতে হবে ট্যাপম্যাড এবং টফি অ্যাপের ওপর। যদিও এর জন্য অর্থ খরচ করতে হবে।

আফগানিস্তানে খেলা দেখা যাবে লেমার, মবি গ্রুপ এবং মাই ইতিসালাত আফগান চ্যানেলের মাধ্যমে। পাকিস্তানে রয়েছে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও সুপার। এ ছাড়া দেশটির দর্শকরা ডিজিটাল মাধ্যম তামাশা ও মাইকো ব্যবহার করেও খেলা উপভোগ করতে পারবেন।

ভারতে ম্যাচগুলো দেখা যাবে ফ্যানকোড নামের ডিজিটাল মাধ্যমের মাধ্যমে। তবে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া বিশ্বের অন্যান্য দেশের দর্শকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেল থেকে বিনামূল্যে সরাসরি খেলা দেখা যাবে। এতে করে বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা খুব সহজেই ম্যাচগুলো দেখতে পারবেন।

বাংলাদেশের খেলা দেখবেন কোথায়?

দেশ  টেলিভিশন চ্যানেল অনলাইন প্ল্যাটফর্ম
বাংলাদেশ টি স্পোর্টস, নাগরিক টিভি ট্যাপম্যাড, টুফি
আফগানিস্তান লেমার, মবি গ্রুপ, মাই ইতিসালাত আফগান
পাকিস্তান পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস, জিও সুপার তামাশা, মাইকো
ভারত ফ্যানকোড
অন্যান্য দেশসমূহ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব