Advertisement
Us Bangla Airlines
সোহান-সাব্বিরের তাণ্ডবে ১৫ ওভারেই রাজশাহীর ২০০!

সোহান-সাব্বিরের তাণ্ডবে ১৫ ওভারেই রাজশাহীর ২০০!

খেলা ডেস্ক

০২ অক্টোবর ২০২৫, ১৯:২৭

প্রথম ওভারে সাব্বির হোসেনের ছক্কা, পরের ওভারে হাবিবুর রহমান সোহানের ব্যাটে। শুরুটা ছিল আগ্রাসী, আর থামেননি দুজনই। মাত্র ১৫ ওভারে দলীয় স্কোর গিয়ে ঠেকল দুইশ রানে। কিন্তু সেই রানের জোয়ার থেমে গেল বৃষ্টিতে। পরবর্তীতে আর মাঠে নামা সম্ভব হয়নি, ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

টি-টোয়েন্টি জাতীয় লিগের ১৭তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে বৃহস্পতিবার সিলেট বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগ তোলে ১৫ ওভারে ২০০ রান। রাজশাহীর বড় স্কোরের ভিত গড়ে দেন দুই ওপেনার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় নেতৃত্ব ও ওপেনিংয়ের দায়িত্ব পান সাব্বির হোসেন। 

৩৫ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল চারটি চার ও সাতটি ছক্কা। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। কয়েক দিন আগেই ৪৫ বলে ৯৪ রানের ইনিংস খেলা হাবিবুর রহমান সোহান এবার করেন ৩৫ বলে ৬৭ রান। পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় গড়া ইনিংসটিও ছিল চোখধাঁধানো।

প্রথম তিন ওভারে আসে ৩৪ রান, পরের চার ওভারে যোগ হয় আরও ৬৪ রান। রাহাতুল ফেরদৌসের এক ওভারে সোহান নেন ২০ রান, আর রেজাউর রহমান রাজাকে এক ওভারে সাব্বির তোলেন ১৮ রান। দুজনই ২৩ বলে স্পর্শ করেন ফিফটি। অষ্টম ওভারেই আসে দলীয় শতরান।

৬৪ বলে ১৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইবাদত হোসেনের বলে সোহানের বিদায়ে। কদিন আগেই শান্তর সঙ্গে ১৪৮ রানের জুটি গড়া সোহান এবারও থাকলেন জাতীয় লিগের দ্বিতীয় সর্বোচ্চ জুটির অংশীদার। সোহানের বিদায়ের পরের ওভারে ফেরেন সাব্বিরও। 

তবে সাব্বির রহমান ও প্রিতম কুমার রানের ধারায় ছেদ পড়তে দেননি। সাব্বির করেন ৮ বলে ২০ রান (২ ছক্কা), প্রিতম ১১ বলে করেন ২২। প্রিতম রান আউট হওয়ার পরই নামে বৃষ্টি এবং এরপর আর খেলা শুরু করা যায়নি। দিনের আরেক ম্যাচে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর লড়াই শুরুই হতে পারেনি বৃষ্টির কারণে।

এমআই