Advertisement
Us Bangla Airlines
মোস্তাফিজের যেসব সতীর্থকে ছাড়ল দিল্লি

মোস্তাফিজের যেসব সতীর্থকে ছাড়ল দিল্লি

খেলা ডেস্ক

১৫ নভেম্বর ২০২৫, ১৮:৫৩

আইপিএলের সর্বশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। সেই সুযোগে দলকে সেবা দিলেও মৌসুম শেষে মোস্তাফিজের সঙ্গে দিল্লির সম্পর্কও শেষ হয়ে যায়।

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসছে আইপিএলের মিনি নিলাম। এর আগে আজ (১৫ নভেম্বর) ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে সব ফ্র্যাঞ্চাইজি। ফাফ ডু প্লেসিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবং সেদিকুল্লাহ অটলকে বিদায় জানাল দিল্লি ক্যাপিটালস।

গুঞ্জন ছিল, থাঙ্গারাসু নাটারাজনকেও ছাড়তে পারে দিল্লি। তবে শেষ পর্যন্ত পেসারের ওপর ভরসা রেখেছে দলটি। তবে মোস্তাফিজকে পুনরায় দলটিতে নেওয়া হবে কি না, তার জন্য নিলাম পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশি ভক্তদের।

এদিকে মিনি নিলামে ২১ কোটি ৮০ লাখ রুপি পার্স নিয়ে নামছে দিল্লি ক্যাপিটালস। ৪৩ কোটি ৪০ লাখ ভারতীয় রুপি নিয়ে বসবে চেন্নাই সুপার কিংস। বাকি দলগুলোও ইতোমধ্যে স্কোয়াডে বেশ রদবদল এনেছে।

এমআই