৩৫ বলেই সোহানের সেঞ্চুরি, ১১ ওভারেই জয় পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ১৫:৪০
হংকংয়ের বিপক্ষে ব্যাট হাতে যেন আগুন ঝরালেন হাবিবুর রহমান সোহান। এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপপর্বে ওপেনিংয়ে নেমে মারকাটারি ব্যাটিং করেছেন তিনি। এতেই মনে হচ্ছিল স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ডই ভেঙে ফেলবেন সোহান। শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে দ্রুততম টি–টোয়েন্টি সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি।
শনিবার (১৫ নভেম্বর) হংকংয়ের বিপক্ষে মাত্র ৩৫ বলে শতক পূর্ণ করেন সোহান। ভেঙে দেন পারভেজ হোসেন ইমনের করা বাংলাদেশের পূর্বের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। চলতি বছরেই আমিরাতের বিপক্ষে ৪২ বলে শতক হাঁকিয়েছেন ইমন। বছর পার না হতেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন হাবিবুর রহমান সোহান।
৩৫ বলে করা সেঞ্চুরিতে ১০টি ছক্কা ও ৮টি চার মেরেছেন এই ওপেনার। তার দেখাদেখি তাণ্ডব চালান অধিনায়ক আকবর আলীও। মাত্র ১৩ বলে ৪১ রান করে দলের জয়ের পথ আরও মসৃণ করে দেন তিনি। ফলে ১৬৮ রানের লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল ছুঁয়ে ফেলে ৫৪ বল ও ৮ উইকেট হাতে রেখে। অর্থাৎ ম্যাচ শেষ হয় মাত্র ১১ ওভারেই।

এর আগে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে হংকং ক্রিকেট দল। মন্থর শুরুর পরেও স্লগ ওভারের ঝড়ো ব্যাটিংয়ে ১৬৭ রানের বড় সংগ্রহ পায় তারা। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন এসএম মেহরাব এবং রিপন মন্ডল। যদিও বল হাতে বেশ খরুচে ছিলেন পেসার আবু হায়দার রনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে থেকেই আগ্রাসী ছিলেন টাইগার ব্যাটাররা। পাওয়ার প্লের নির্ধারিত ৬ ওভারেই ১০৭ রান তুলেন জিসান-সোহানরা। এর মাঝেই ১৪ বলে ফিফটি করে বসেন হাবিবুর রহমান সোহান। পরবর্তী ২১ বলে সেঞ্চুরিতে নাম লেখান তিনি। ১১তম ওভারে টানা ৫ ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন আকবর আলী।
এমআই