Advertisement
Us Bangla Airlines
শততম টেস্টে বিশেষ সম্মাননা পাচ্ছেন মুশফিক

শততম টেস্টে বিশেষ সম্মাননা পাচ্ছেন মুশফিক

খেলা ডেস্ক

১৫ নভেম্বর ২০২৫, ১৩:১৮

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড আগেই নিজের করে নিয়েছিলেন তিনি। এবার সেই রেকর্ডে যোগ হচ্ছে আরেকটি গর্বের অধ্যায়—শততম টেস্ট। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি।

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে জেতা ম্যাচটি ছিল তার ৯৯তম টেস্ট। আর আগামী ১৯ নভেম্বর মিরপুর শের–ই বাংলায় সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার কীর্তি গড়বেন সাবেক এই অধিনায়ক।

এই বিশেষ মাইলফলকের দিনটিকে স্মরণীয় করে রাখতে বিসিবি সাজিয়েছে বিশেষ আয়োজন। মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ সেদিন উপস্থিত থাকবেন মুশফিকের পরিবার। তাকে দেওয়া হবে বিশেষ সম্মাননাসূচক ক্রেস্ট এবং সতীর্থদের স্বাক্ষরিত একটি ব্যাট। পুরো মাঠই যে ১৯ নভেম্বর মুশফিকের জন্য উৎসবমুখর হয়ে উঠবে—এটা বলাই যায়।

তবে শততম টেস্ট খেলেই কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। কিন্তু জানা গেছে—লাল বলের ক্রিকেট এখনই ছাড়ছেন না তিনি। টি–টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন, চলতি বছর বিদায় বলেছেন ওয়ানডে থেকেও। কিন্তু টেস্ট ফরম্যাটের দরজা খোলা রাখছেন মুশফিক।

আইরিশদের বিপক্ষে সিলেট টেস্ট জয়ের পর মুশফিককে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অবশ্যই অনেক বড় অর্জন। আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চায় ওই দিনটা কিংবা পুরো পাঁচদিন আমরা উপভোগ করব। এরকম একটা অর্জন আমাদের দেশে আগে কখনও হয়নি।’

এমআই